Monday, March 17, 2025
বাড়িরাজ্যবাংলা ভাষার জন্য যাঁরা জীবন দিয়েছিলেন তাঁদের আত্মত্যাগ  আমাদের অনুপ্রেরণা জোগায়:   সুশান্ত

বাংলা ভাষার জন্য যাঁরা জীবন দিয়েছিলেন তাঁদের আত্মত্যাগ  আমাদের অনুপ্রেরণা জোগায়:   সুশান্ত

সাব্রুম (ত্রিপুরা), ২১ ফেব্রুয়ারি (হি.স.) :দক্ষিণ ত্রিপুরার সাব্রুম প্রেসক্লাবের উদ্যোগে শুক্রবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিধায়ক মাইলাফ্রু মগ, দক্ষিণ জেলার সভাধিপতি দীপক দত্ত এবং প্রাক্তন বিধায়ক শংকর রায়, সাব্রুম নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন রমা পোদ্দার দে, সাতচাঁদ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রভাস লোধ প্রমুখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মন্ত্রী সুশান্ত চৌধুরী ভাষা দিবসের তাৎপর্য ও ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি বলেন, বাংলা ভাষার জন্য যাঁরা জীবন দিয়েছিলেন তাঁদের আত্মত্যাগ আজও আমাদের অনুপ্রেরণা জোগায়। এই দিনটি শুধু স্মরণ করার নয়, বরং আমাদের ভাষা ও সংস্কৃতির প্রতি দায়িত্ববোধ জাগ্রত করারও দিন।অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরাও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন।

এদিন, প্রেসক্লাব প্রাঙ্গণে এক স্মরণসভা ও পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য, সাংস্কৃতিক কর্মী, সাধারণ মানুষ এবং সাব্রুম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় ও সাব্রুম বালিকা বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা।
অনুষ্ঠানে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে নৃত্য ও সংগীত পরিবেশন করা হয়। ছাত্র-ছাত্রীরা দেশাত্মবোধক সংগীত পরিবেশনর মাধ্যমে ভাষা আন্দোলনের শহিদদের স্মরণ করে।
সাব্রুম প্রেসক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে দক্ষিণ জেলার সভাধিপতি দীপক দত্ত বলেন, ভাষা আন্দোলনের চেতনা আমাদের নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে, যাতে তারা নিজস্ব ভাষা ও সংস্কৃতি সম্পর্কে সচেতন হয়।উল্লেখ্য, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি প্রতি বছর ২১ ফেব্রুয়ারি সারা বিশ্বে উদযাপিত হয়। মূলত ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহিদদের স্মরণে পালিত হয়। ত্রিপুরার বিভিন্ন জায়গায় এই দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়।
ত্রিপুরার নানা স্থানে এদিন ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শোভাযাত্রার আয়োজন করা হয়। বাঙালী সংস্কৃতি ও ভাষার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিনটি বিশেষ তাৎপর্য বহন করে।
সাব্রুম প্রেসক্লাবের এই আয়োজন ভাষা আন্দোলনের শহিদদের স্মরণে এক অনন্য উদ্যোগ হিসেবে প্রশংসিত হয়েছে। সন্ধ্যা ঘনিয়ে আসতেই সাব্রুম মেলার মাঠে সাব্রুম প্রেস ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য