স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২১ ফেব্রুয়ারি : রাজ্যে নেশার সাম্রাজ্য, আইনশৃঙ্খলার অবনতি, মশার উপদ্রব এবং আকাশ ছোঁয়া বৃদ্ধি কর কাঠামো নিয়ে নীরব রাজ্য সরকার ও পুর প্রশাসন – এমনটাই অভিযোগ তুলে শুক্রবার সিপিআইএমের পূর্ব আগরতলা অঞ্চল কমিটির পক্ষ থেকে এক গণডেপুটেশন প্রদান করা হয়। উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য অমল চক্রবর্তী সহ অন্যান্যরা। আগরতলা পুর নিগমের পূর্ব জোনাল অফিসে ডেপুটেশন প্রদান করা হয়।
পূর্ব আগরতলা জোনাল অফিসের এসিস্ট্যান্ট মিউনিসিপাল কমিশনার শান্তনু বিকাশ দাসের হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয়। সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য অমল চক্রবর্তী বলেন, রাজ্যে একদিকে আইন-শৃঙ্খলার অবনতি, অপরদিকে নেশায় ভাসছে আগরতলা সহ গোটা রাজ্য। বর্তমান সরকারের নেশা মুক্ত ত্রিপুরার স্লোগান শুনলে এখন বাচ্চা ছেলেরা পর্যন্ত হাসে। শহরের আনাচে কানাচে সন্ধ্যা থেকে ঘুরে বেড়ায় নেশা কারবারিরা। মন্ডলের নেতৃত্বদের সহযোগিতায় নেশাকারবারীদের দৌরাত্ম্য বেড়ে চলেছে। অথচ পুলিশ সমস্ত কিছুই জানে। কিন্তু মন্ডলের অনুমতি নিয়ে নেশা কারবারিদের এ ধরনের কার্যকলাপ ঘটানোর জন্য নীরব পুলিশ। তিনি আরো অভিযোগ তুলে বলেন, রাজধানীর নেতাজি চৌমুহনী এলাকায় পূর্ত দপ্তরের অফিসে টেন্ডার জমা দিতে গিয়ে প্রাননাশের হুমকি পেতে হয় ঠিকাদারদের। কারণ কমিশন ছাড়া টেন্ডার দেওয়া হচ্ছে না। কমিশন বাণিজ্য রাজ্যের সর্বকালের রেকর্ড ছাড়িয়ে গেছে। তাই এ সরকারকে মানুষ কমিশনের সরকার বলছে। এই পরিস্থিতি চলতে থাকলে রাজ্যের জন্য বিপদজনক দিন বয়ে নিয়ে আসছে বর্তমান সরকার। এমনটাই দাবি করে সরকারকে একহাত নিলেন অমল চক্রবর্তী।