Tuesday, March 25, 2025
বাড়িরাজ্যগাড়ি বাইক পার্কিং নিয়ে অস্বস্তিতে পড়েছে শহরবাসী, নেই পার্কিংয়ের ব্যবস্থা, পকেট কাটছে...

গাড়ি বাইক পার্কিং নিয়ে অস্বস্তিতে পড়েছে শহরবাসী, নেই পার্কিংয়ের ব্যবস্থা, পকেট কাটছে আরক্ষা প্রশাসন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৭ ফেব্রুয়ারি : তথাকথিত স্মার্ট সিটিতে দিন দিন বাড়ছে যানবাহনের সংখ্যা। অথচ বছরের পর বছর গড়িয়ে গেলেও এখন পর্যন্ত পার্কিংয়ের ব্যবস্থা করতে পারেনি সরকার। প্রতিদিন শহরের মধ্যে রেস্তোরাঁ, শপিং মল এবং ফ্লাট বাড়ি সহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে উঠছে। পাল্লা দিয়ে বাড়ছে গাড়ি সংখ্যা। সকাল থেকে দীর্ঘ রাত পর্যন্ত শহরের ব্যস্ততা এখন দশ বছর আগের সাথে কোন মিল নেই।

আর এই ভিড় সামাল দিতে সরকারের পক্ষ থেকে শহরে নির্দিষ্ট এলাকার গুলিতে পর্যাপ্ত পরিমাণে পার্কিংয়ের জন্য ব্যবস্থা করার কথা থাকলেও সেই দায়ভার এড়িয়ে চলেছে সরকার। গনা কয়েক পার্কিং জোন তৈরি করে আরক্ষা প্রশাসন দ্বারা সাধারণ মানুষের পকেট কাটার এক বড় হাতিয়ার করেছে বলে মনে করছে সাধারণ নাগরিক। কারণ ট্রাফিক আধিকারিক এবং পুলিশ কর্মী সহ টিএসআর দিয়ে প্রতিদিন আগরতলা শহরের অফিস টাইমে টাফিক জ্যাম এড়াতে অভিযান চালানোর নাম করে পকেট কাটার ফন্দি ভালো করেই তৈরি করে নিয়েছেন তারা। আগরতলা শহরে অন্যতম ব্যস্ততম বাজার হলো মহারাজগঞ্জ বাজার, জিবি বাজার, লেক চৌমুহনী বাজার।

সরকার বাজার গুলিতে পর্যন্ত সঠিকভাবে পার্কিংয়ের জন্য ব্যবস্থা করেনি। আর এই বাজার গুলি চিহ্নিত করে প্রতিদিন আরক্ষা প্রশাসন অভিযানে নামছে। এছাড়াও আগরতলা শহরের ব্যস্ততম হকার্স মার্কেট, প্যারাডাইস চৌমুহনি, আইজিএম রোড, আস্তাবল ব্রীজ সংলগ্ন, রাধানগর ব্রীজে সহ বিভিন্ন এলাকায় লক্ষ্য করা যায় রাস্তার পাশে গাড়ি বাইক পার্কিং করে রাখা হচ্ছে। এর জন্য কোন পার্কিংয়ের ব্যবস্থা তৈরি করা হয়নি। এর উপর দিয়ে লক্ষ্য করা যায় পার্কিং জোন তৈরি করার কথা সরকার না ভেবে আরক্ষা প্রশাসনকে কাজে লাগিয়ে সোমবারও সকাল দশটায় থেকে কয়েক ঘণ্টা লাগাতার অভিযান চালায় রাজধানীর জিবি বাজারে। যত্রতত্র পার্কিং করে রাখা যানবাহনকে এইদিন জরিমানা করা হয়। এবং নোটিস দেওয়া হয়। এছাড়াও ট্রাফিক রুলস অমান্য করে যারা যানবাহন চালাচ্ছিল তাদেরকে এইদিন জরিমানা করা হয়। অতিরিক্ত ট্রাফিক এসপি-র নেতৃত্বে এইদিনের অভিযান চলে। অতিরিক্ত ট্রাফিক এসপি জানান স্থানীয় পুলিশের সহযোগিতা নিয়ে এইদিন আগরতলা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে। ত্রিপুরা রাজ্যে যান দুর্ঘটনা অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেয়েছে। তাই যান দুর্ঘটনার লাগাম টানতে এই ধরনের অভিযান নিয়মিত ভাবে করা হবে বলে জানান তিনি। তবে শহরের মধ্যে কবে সঠিকভাবে পার্কিং জোন করা হবে তার কোন উল্লেখ এখন পর্যন্ত সরকারের মুখ থেকে শোনা যায়নি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য