Friday, March 21, 2025
বাড়িরাজ্যহাসপাতালের কোয়াটার থেকে অ্যাম্বুলেন্স চালকের মৃতদেহ উদ্ধার

হাসপাতালের কোয়াটার থেকে অ্যাম্বুলেন্স চালকের মৃতদেহ উদ্ধার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৭ ফেব্রুয়ারি : বিশালগড় মহকুমা হাসপাতালের কোয়াটার থেকে অ্যাম্বুলেন্স চালকের মৃতদেহ উদ্ধার। সঠিক তদন্তের দাবি করলেন স্ত্রী সহ পরিবারের অন্যান্য সদস্যরা। ঘটনা সোমবার সকালে। মৃত অ্যাম্বুলেন্স চালকের নাম শ্রীনিবাস সরকার। পিতার নাম স্বর্গীয় লোকচন্দ্র সরকার। বাড়ি আমতলী কুড়িপুকুর এলাকায়। দীর্ঘ সাত বছর পূর্বে বিশালগড় মহকুমা হাসপাতালে অ্যাম্বুলেন্সের চালক হিসেবে যোগদান করেন শ্রীনিবাস সরকার। বর্তমানে তার পরিবারে স্ত্রী সহ একটি ছোট্ট শিশু সন্তান রয়েছে।

অন্যান্য দিনের মতো রবিবার রাতে বিশালগড় মহকুমা হাসপাতাল থেকে রোগী রেফার করা হলে অ্যাম্বুলেন্স করে আগরতলা জিবিপি হাসপাতালে রোগী পৌঁছে দিয়ে আসেন। সোমবার সকালবেলায় আবার যখন রোগী আগরতলা জিবিপি হাসপাতালে নিয়ে যাওয়া সময় তাকে ডাকা হলে চালক কোন সাড়া দেয়নি। জানা যায় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সহ অন্যান্যরা কোয়ার্টারের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে দেখতে পায় তার দেহ। ঘটনার খবর পেয়ে ছুটে আসে বিশালগড় থানার পুলিশ।

এদিকে মৃত শ্রীনিবাস সরকারের পরিবারের খবর গেলে স্ত্রী সহ আত্মীয়-স্বজন ছুটে আসে বিশালগড় মহকুমা হাসপাতালে। বর্তমানে বিশালগড় মহকুমা হাসপাতালে মর্গে রয়েছে মৃত শ্রীনিবাস সরকারের দেহ। এদিকে মৃত শ্রীনিবাস সরকারের স্ত্রী জানান এই মৃত্যুর পেছনে অনেক রহস্য রয়েছে। পুলিশ সঠিক তদন্ত করলে ঘটনার সত্য উন্মোচন হবে। তবে চিকিৎসকদের বক্তব্য অনুযায়ী শ্রীনিবাস সরকার হাই প্রেসারের রোগী ছিলেন। এর জন্য তাকে ঔষধ নিতে হয়। গোটা ঘটনা এখন তদন্ত সাপেক্ষ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য