স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৭ ফেব্রুয়ারি : আগামী ২০শে ফ্রেব্রুয়ারী আগরতলায় ত্রিপুরা জন অধিকার সংগ্রাম পরিষদ-এর পক্ষ থেকে তিন ঘন্টার গণ অবস্থানের ডাক দেওয়া হয়েছে। সকাল ১১ টা থেকে রাজধানীর প্যারাডাইস চৌমুহনি এলাকায় শুরু হবে গণঅবস্থান। সোমবার ধলেশ্বর স্থিত ত্রিপুরা জন অধিকার সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ কথা জানান সংগঠনের সভাপতি সুব্রত ভৌমিক। তিনি বলেন, দেশে এবং রাজ্যে কৃষক ও শ্রমজীবী অংশের মানুষের রোজগার নেই।
তাদের এই দুরবস্থা ধাপা চাপা দেওয়ার জন্য সাম্প্রদায়িক ঘটনা সৃষ্টি করা হচ্ছে। তিনি বলেন কদমতলা, পানিসাগর, রানীর বাজার সহ রাজ্যের বিভিন্ন স্থানে গত কয়েক মাসে এ ধরনের সাম্প্রদায়িকতার ঘটনা সংগঠিত হয়েছে। তিনি আরো বলেন অশান্তি সৃষ্টির প্রতিবাদ জানিয়ে মানুষ যাতে তাদের সমস্যা সমাধান করতে পারে এবং রুটি রুজির ব্যবস্থা হয় তার জন্য সোচ্চার হতে এই গন অবস্থানের ডাক দেওয়া হয়েছে। এবং এ আন্দোলন ধাপে ধাপে সংঘটিত হবে। এর মধ্যে রয়েছে ২২ টি দাবি। দাবিগুলি মূলত বেকারদের চাকুরি নয়তো বেকারদের ভাতা প্রদান করা, জাতি বিদ্বেষী ও উগ্র সাম্প্রদায়িক দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেন, রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরের শূন্য পদ পূরণ করা, জাতিভিত্তিক লোক গণনা করা, সামাজিক ভাতা বৃদ্ধি করে ছয় হাজার টাকা নির্ধারিত করা।