স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ ফেব্রুয়ারি : রাজধানীর শকুন্তলা স্থিত একটি শপিং মলের অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হওয়ার কয়েক দিনের মধ্যে আবারো অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয় রবিবার। এদিন সকালে সাড়ে আটটার নাগাদ আয় তর মার মার্কেটে তিতল ভবনের এক বেসরকারি অফিস কক্ষে এসি থেকে অগ্নিকাণ্ড সংগঠিত হয়।
বিষয়টি মল কর্তৃপক্ষের নজরে আসতেই সাথে সাথে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার সিস্টেম ব্যবহার করে। কিন্তু সঠিকভাবে ফায়ার সিস্টেম কাজ না করায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল কর্মীরা। দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সিস্টেম সঠিকভাবে কাজ না করার পেছনে কি কারণ রয়েছে সে বিষয়ে ফায়ারম্যান অপু দাসের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, ফায়ার সিস্টেমের স্পিং ক্লিয়ার কাজ করেনি। কি কারনে এ সমস্যাটি হয়েছে সেটা পরবর্তী সময় ফায়ার সার্ভিস থেকে তদন্ত করা হবে। এই ঘটনায় মলের একটি দোকানের নথিপত্র ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।