স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৭ ফেব্রুয়ারি : দুর্ঘটনা পিছু ছাড়ছে মহাকুম্ভের। মাত্র দুই দিনের ব্যবধানে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল প্রয়াগরাজে। প্রবল আগুনে পুড়ে ছাই হল তাঁবু। সোমবার দুপুরে এই ঘটনা ঘটেছে কুম্ভের ৮ নম্বর সেক্টরে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দমকল। শুরু হয় আগুন নেভানোর কাজ। গত ৩০ দিনে এই নিয়ে ৫ বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল মহাকুম্ভে।
গত ১৩ জানুয়ারি থেকে প্রয়াগরাজে শুরু হয়েছে মহাকুম্ভ। হিন্দুধর্মের পবিত্র এই মেলা শুরু হওয়ার পর থেকে একের পর এক দুর্ঘটনা সামনে এসেছে। পদপিষ্ট হয়ে ৩০ জনের মৃত্যুর (বেসরকারি মতে সংখ্যাটা শতাধিক) পাশাপাশি ৩টি বড় অগ্নিকাণ্ড ও বেশকিছু ছোটখাট অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই আতঙ্কের মাঝেই, সোমবার দুপুর নাগাদ হঠাৎ আগুন লাগে সেক্টর ৮-এর একটি তাঁবুতে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল বিভাগকে। প্রশাসনের দাবি, অতি দ্রুত সেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এই অগ্নিকাণ্ডে কোনও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। প্রাথমিক ভাবে তদন্তকারীদের অনুমান, গ্যাস সিলিন্ডার থেকে কোনওভাবে এই আগুন ছড়িয়ে পড়তে। ঠিক কী কারণে এই অগ্নিকাণ্ড তা খতিয়ে দেখা হচ্ছে।
তবে মহাকুম্ভে এই ঘটনা প্রথমবার নয়। গত ১৫ ফেব্রুয়ারি মহাকুম্ভের ১৮ ও ১৯ নম্বর সেক্টরে অগ্নিকাণ্ডের ঘটনা সামনে আসে। সেই ঘটনায় কেউ হতাহত না হলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তাঁবুর ভিতরে রাখা আলমারি পুড়ে ছাই হয়ে যায়। এক সাধু জানান, তাঁবুতে তিন ব্যাগ টাকা রাখা ছিল। তাঁর মধ্যে দুটি পুড়ে ছাই হয়ে যায়। এর আগে ৭ ফেব্রুয়ারি শংকরাচার্য মার্গে সন্ত হরিহরানন্দের প্যান্ডেলে আগুন লাগার ঘটনা সামনে আসে।
এর আগে বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল গত ১৯ জানুয়ারি। সেবার ১৯ নম্বর সেক্টরে গ্যাস সিলিন্ডার ফেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যার জেরে একডজনের বেশি তাঁবু ভস্মীভূত হয়ে যায়। এরপর গত ২৫ জানুয়ারি ফের আগুন লাগে কুম্ভের ২ নম্বর সেক্টরে জ্বলে যায় দুটি গাড়ি। আগুন লাগে ১৮ নম্বর সেক্টরে ইসকনের তাঁবুতে। বার বার এই দুর্ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে মহাকুম্ভে যোগী সরকারের ব্যবস্থাপনা নিয়ে।