স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ ফেব্রুয়ারি : রাজধানীর অন্যতম বনেদি ক্লাব হলো রাম ঠাকুর সংঘ। ১৬ ফেব্রুয়ারি রাম ঠাকুর সংঘের ৫৯ তম প্রতিষ্ঠা দিবস। এ উপলক্ষে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্যী, আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, বিধায়ক গোপাল চন্দ্র রায় সহ অন্যান্যরা।
সাংসদ রাজিব ভট্টাচার্য রক্তদান শিবিরের উদ্বোধন করে সংবাদমাধ্যমকে এক সাক্ষাৎকার দিয়ে বলেন, আজ রাম ঠাকুর সংঘের প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে রক্তদান শিবির, বসে আঁকো প্রতিযোগিতা সহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। এ ধরনের কর্মসূচি অত্যন্ত প্রশংসনীয়। সাংসদ ক্লাবগুলি প্রশংসায় পঞ্চমুখ হয়ে বলেন, আগে বিভিন্ন ক্লাব মার্সেল পাওয়ার দেখাতে প্রতিযোগিতা করত। এখন ক্লাবগুলি সামাজিক কর্মসূচি পালন করার প্রতিযোগিতা করে চলেছে। এর জন্য ক্লাবগুলিকে উৎসাহিত করেন তিনি। পরবর্তী সময় রক্তদান শিবির ঘুরে দেখে রক্তদাতাদের সাথে কথা বলে রক্তদান শিবির অব্যাহত রাখার আহ্বান জানান। রক্তদাতাদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়।