Friday, March 21, 2025
বাড়িরাজ্যচুরি যাওয়া সামগ্রী আটক

চুরি যাওয়া সামগ্রী আটক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ ফেব্রুয়ারি : চুরি যাওয়া সামগ্রী সহ ৬ জনকে গ্রেফতার করেছিল এন সি সি থানার পুলিশ। গত বৃহস্পতিবার আগরতলার ক্যাপিটেল কমপ্লেক্স স্থিত এন সি সি থানায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই কথা জানান এস ডি পি ও সুব্রত বর্মন। কিন্তু রবিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি আবার বললেন পুলিশ এই তদন্তের ঘটনায় নেমে চারজনকে গ্রেফতার করেছে। তাদের পুলিশ রিমান্ডে এনে চুরি যাওয়া আরো বেশ কিছু সামগ্রী আটক করেছে।

 তিনি বলেন, গত ১১ ফেব্রুয়ারি পুরানো সি বি আই ক্যাম্প অফিস থেকে একটি চুরির মামলা হয়। এই বিষয়ে সি বি আই অফিসের ইন্সপেক্টর এনসিসি থানায় মামলা করেন। মামলায় উল্লেখ রয়েছে গত সেপ্টেম্বর মাসের পর সিবিআই অফিসাররা যখন গত ১১ ফেব্রুয়ারি অফিসে যায় তখন দেখে কিছু সামগ্রী চুরি হয়েছে। পুলিশ মামাল নিয়ে একটি টিম গঠন করে তদন্ত শুরু করে। তারপর এন সি সি থানার ওসি ও অভয়নগর ফাঁড়ির ওসি শ্যামলী বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে।

তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে কিছু সামগ্রী সহ বাকিদের আটক করে। তারপর তাদের পুলিশ রিমান্ডে আনতে আদালতে তুলে। তারপর তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ ছয়টি বিদ্যুতিক পাখা, পাঁচটি অফিস টেবিল, ১৬ টি চেয়ার, একটি স্ট্যান্ড ফ্যান, পাঁচটি দরজা, তিনটি জানালা এবং একটি সেন্টেন্স উদ্ধার করে। যারা গ্রেপ্তার হয়েছে তারা হলেন বিপ্লব দেববর্মা, বিল্টু তাঁতি, দিলীপ সরকার, রাজু ভৌমিক। তাদের সকলের বাড়ি শ্যামলী বাজার এলাকায়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য