Sunday, March 23, 2025
বাড়িরাজ্যপুনর্নির্মিত মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের উদ্বোধন মার্চে : সুশান্ত

পুনর্নির্মিত মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের উদ্বোধন মার্চে : সুশান্ত

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ ফেব্রুয়ারি : বিজেপি সরকার প্রতিষ্ঠার পর প্রসাদ প্রকল্পে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের কাজ নতুন ভাবে শুরু হয়েছিল। সেই কাজ প্রায় শেষ পর্যায়ে। মার্চ মাসের যে কোন সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কিংবা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ -র হাত ধরে পুনর্নির্মিত মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের উদ্বোধন হবে। রবিবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাব দিতে গিয়ে এই সংবাদ জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি আরও জানান, মুখ্যমন্ত্রী বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন। প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছেন।

তাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন পুনর্নির্মিত মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের উদ্বোধনের জন্য সময় দেওয়ার জন্য। তারা সময় দিলে মার্চ মাসেই পুনর্নির্মিত মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের উদ্বোধন হবে। কেন্দ্রীয় সরকার প্রসাদ প্রকল্পে প্রায় ৩৮ কোটি টাকা প্রদান করেছে। তার বাইরে রাজ্য সরকার থেকে প্রায় ৭ কোটি টাকা প্রদান করা হয়েছে। মন্ত্রী আরো জানান ভারত সরকার এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সহযোগিতায় ত্রিপুরার পর্যটন কেন্দ্রের আমূল পরিবর্তন আনতে সরকার বদ্ধপরিকর। এর জন্য বেশ কয়েকটি পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। আগামী এক থেকে দেড় বছরের মধ্যে এই কাজ করলেই সম্পূর্ণ করা হবে। এর মধ্যে রয়েছে ঊনকোটির অধীন সোনামুখীতে ৭০ কোটি টাকা ব্যয় করে নতুন পরিকাঠামো করা হবে। যেমন গেস্ট হাউস, লগ হাট সহ পর্যটকদের স্বার্থে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। ৭০ কোটি টাকা ব্যয় করে অত্যাধুনিক পার্ক তৈরি করা হবে। ডম্বর জলাশয়ের তিনটি আইল্যান্ড কাজে লাগিয়ে ইকো ট্যুরিজম করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান মন্ত্রী।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য