Saturday, July 27, 2024
বাড়িরাজ্যউচ্চ মানসিকতার দিকে এগিয়ে যেতে সাহায্য করে রক্তদান : মানিক

উচ্চ মানসিকতার দিকে এগিয়ে যেতে সাহায্য করে রক্তদান : মানিক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ এপ্রিল : রক্তদানের মাধ্যমে মানুষের জীবন বাঁচানো যায়। যা ব্যাখ্যা করে বোঝানো যায় না। যারা রক্ত দেয় তাদের মানসিকতার মধ্যেও পরিবর্তন আসে। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের ১৫ তম ত্রিপুরা রাজ্য সম্মেলন উপলক্ষে রবিবার ছাত্র-যুব ভবনে রক্তদান শিবিরে গিয়ে একথা বলেন বিরোধী দলনেতা মানিক সরকার। এ ধরনের উদ্যোগে মানুষের সাথে মানুষের সম্পর্ক সুদৃঢ় হয়।

 সুতরাং এটি মানবিক ও সামাজিক দৃষ্টিভঙ্গি। মানুষকে উচ্চ মানসিকতার নিয়ে এগিয়ে যেতে সাহায্য করে রক্তদান। তাই রক্তদানে এগিয়ে আসা রক্তদাতাদের অভিনন্দন জানান। আগামী দিনে তারা যাতে এইভাবে বারেবারে রক্তদানে এগিয়ে আসতে আহ্বান জানান বিরোধী দলনেতা মানিক সরকার। এদিন রক্তদান শিবির পরিদর্শন করেন বিরোধী দলনেতা মানিক সরকার, সিপিআইএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস, ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য