স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ এপ্রিল : শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের উদ্যোগে আয়োজন করা হয়েছে শুভ অক্ষয় তৃতীয়া। ২৫ এপ্রিল থেকে শুরু হবে এই শুভ অক্ষয় তৃতীয়ার অফার। চলবে ৫ মে পর্যন্ত। থাকছে প্রত্যেক কেনা কাটার উপর নিশ্চিত গোল্ড কয়েন জেতার সুযোগ। স্বর্ণালঙ্কার তৈরির ক্ষেত্রে মজুরিতে থাকতে ২০ শতাংশ ছাড়।
ডায়মন্ড জুয়েলারি তৈরির উপর থাকছে ১০০ শতাংশ ছাড়। সিলভার জুয়েলারি কেনাকাটার উপর থাকছে ১০ শতাংশ ছাড়। এই অফার প্রথম বার অক্ষয় তৃতীয়াতে গ্রাহকদের দিচ্ছে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স। প্রতিদিন লাকি ড্রয়ের মাধ্যমে গোল্ড কয়েন জেতার সুযোগ রয়েছে। মেগা ড্রয়ে থাকছে ৩ টি বাইক জেতার সুযোগ। এছাড়া থাকছে সোনায় সোহাগা অফার। আগরতলা , খোয়াই , ধর্মনগর, উদয়পুরের শোরুম গুলিতে এই অফার চালু থাকবে। কলকাতার গড়িয়া, বেহালা, বারাসাতের শো রুমেও একই সময়ে চলছে এই অফার। রবিবার এক বেসরকারি হোটেলে এই অফার সম্পর্কে জানান শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের ডিরেক্টর রুপক সাহা ও অর্পিতা সাহা। ১১ দিনের এই অফার। আসলে সেইদিন শ্যামসুন্দর জুয়েলার্স কোং -এর পক্ষ থেকে রাজ্যবাসীকে অক্ষয় তৃতীয়া অভিনন্দন জানানো হয়।