স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৫ ফেব্রুয়ারি : শনিবার থেকে শুরু হয়েছে সি বি এস ই -র মাধ্যমিক পরীক্ষা। আগরতলা শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের বাইরে দেখা গেছে অভিভাবকদের ভিড়। মহিলা মহাবিদ্যালয় পরীক্ষা অনুষ্ঠিত হয় শিশু বিহার স্কুলের ছাত্র-ছাত্রীদের।
ব্যাপক উৎসাহর মধ্য দিয়ে ছাত্রছাত্রীরা এদিন পরীক্ষা দিতে যায়। প্রথম দিন তাদের ইংরেজি পরীক্ষা। পরীক্ষা চলবে আগামী ১৮ মার্চ পর্যন্ত। সারারাজ্যেই শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে প্রথম দিনের পরীক্ষা।