স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৫ ফেব্রুয়ারি : আগরতলা রেলস্টেশন থেকে এক বাংলাদেশি নাগরিক সহ মহিলা দালাল আটক। ধৃত দুজনের নাম তাসলিমা আক্তার, বাড়ি বাংলাদেশ কুমিল্লায় এবং আরবজান শেখ, বাড়ি পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদে।
পুলিশের কাছ থেকে জানা যায় এদিন আগরতলা জিআরপি পুলিশ, বিএসএফ, আরপিএফ এবং পুলিশের গোয়েন্দা শাখা গোপন খবরের ভিত্তিতে যৌথভাবে অভিযান চালিয়ে তাদের আটক করেছে। তাদের শনিবার আদালতে তোলা হয়। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারা অনুযায়ী মামলা হাতে নেয় পুলিশ। বাংলাদেশের প্রাথমিক ধারণা তাদের সাথে আরও অনেকে জড়িত রয়েছে। বাকি বিষয়টা তদন্তের পর উঠে আসবে বলে মনে করছে পুলিশ।