স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ এপ্রিল : শনিবার রাজ্যে আসলেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী অনুরাধা পোরওয়াল। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান বিজেপি- র রাজ্য সাধারন সম্পাদিকা পাপিয়া দত্ত সহ অন্যান্যরা। রাজ্য সফরে এসে তিনি জানান ত্রিপুরায় আসার কারণ মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে গিয়ে পুজো দেবেন। দর্শন করবেন ত্রিপুরেশ্বরী মন্দির।
তবে বেশ কিছু বছর আগে কিশোর কুমারের সঙ্গে রাজ্যে এসেছিলেন অনুষ্ঠান করতে। এবার ফের একবার এসেছেন তিনি। তবে ত্রিপুরার অনেক পরিবর্তন ঘটেছে। উন্নয়ন হয়েছে রাজ্যের বলে জানান তিনি। রবিবার রাজ্য ত্যাগ করবেন বলে জানা গেছে।