স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ এপ্রিল : শনিবার সাতসকালে শিক্ষামন্ত্রী বাড়ির সামনে জমায়েত হলেন টেট উত্তীর্ণ যুবক যুবতীরা। তাদের দাবি টেট উত্তীর্ণ সকলকে একসাথে নিয়োগ করা এবং উত্তীর্ণ হওয়া সম্পর্কে অবিলম্বে টেট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সার্টিফিকেট প্রদান করা। এদিন যুবক-যুবতীরা শিক্ষামন্ত্রী বাড়ির সামনে দীর্ঘ জমায়েত করে।
পরে শিক্ষামন্ত্রীর সাথে জমায়েত করার অনুমতি পান। টেট পরীক্ষায় উত্তীর্ণরা শিক্ষামন্ত্রী রতন লাল নাথের সাথে দেখা করে তাদের দাবি-দাওয়া তুলে ধরেন। মূলত টেট উত্তীর্ণ হওয়া সার্টিফিকেটটি যাতে অবিলম্বে দেওয়া হয় তার জন্য দাবি জানায় তারা। শিক্ষামন্ত্রী নাকি তাদের আশ্বস্ত করেছেন মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে তাদের টেট উত্তীর্ণ হওয়া সার্টিফিকেট প্রদান করা হবে। এবং আগামী দুর্গাপূজায় তাদের সকলকে নিয়োগ করার উদ্যোগ নেওয়া হবে বলে জানান এদিন শিক্ষামন্ত্রীর সাথে কথা বলে জানান টেট যুবক-যুবতীরা। তবে এদিন টেট উত্তীর্ণদের জমায়েতের ছুটে আসে পুলিশ ও টি এস আর। আশ্বস্ত হয়ে প্রতিনিধি দল শিক্ষামন্ত্রীর বাড়ি থেকে বের হয়ে আসার পর জমায়েত প্রত্যাহার করে টেট উত্তীর্ণরা। আবার কেউ কেউ জানান সংশ্লিষ্ট দপ্তর এবং মন্ত্রীর সাথে আগেও বহুবার দেখা করেছেন। কিন্তু সমস্যার সমাধান না হওয়ায় পুনরায় দপ্তরের মন্ত্রীর সাথে দেখা করার সিদ্ধান্ত নিয়েছেন তারা।