স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ এপ্রিল : রক্তের প্রয়োজনীয়তা সরকার, মুখ্যমন্ত্রী, মন্ত্রী এবং সমাজের প্রত্যেক ব্যক্তির। তাই সকলকে তিন মাস অন্তর অন্তর রক্তদান করা প্রয়োজন। এবং এর থেকে বড় কাজ নেই। কারণ মানব সভ্যতাকে টিকিয়ে রাখার জন্য একে অপরের কাছ থেকে রক্ত আদান প্রদান করে বেঁচে থাকতে হয়।
শনিবার আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অল ত্রিপুরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে এ কথা বলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিনের শিবিরের উদ্বোধন করে মন্ত্রী সুশান্ত চৌধুরী আহ্বান জানান প্রত্যেকে তিন মাস অন্তর অন্তর মানুষকে রক্তদান করার ক্ষেত্রে উদ্বুদ্ধ করার জন্য। অনেকে ভেবে থাকেন রক্তদান মানে ঝুঁকিপূর্ণ কাজ। রক্তদান করে একজন কেবল মাত্র মানুষকে সহায়তা করছে না, নিজেকেও সহযোগিতা করছে বলে জানান তিনি। রক্তদাতাও অনেক কিছু জানতে পারছেন। এভাবে রক্ত দিয়ে মানুষকে সহায়তা করার আহ্বান জানান মন্ত্রী। পরে রক্তদান শিবির ঘুরে দেখেন। এদিন ২৫ জন স্বেচ্ছায় রক্তদান করেন। শিবির এই দিন উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য কর্মকর্তারা।