Friday, March 21, 2025
বাড়িরাজ্যপারিবারিক ঝামেলার জেরে স্ত্রীকে খুন স্বামীর, জঙ্গল থেকে উদ্ধার দেহ

পারিবারিক ঝামেলার জেরে স্ত্রীকে খুন স্বামীর, জঙ্গল থেকে উদ্ধার দেহ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১১ ফেব্রুয়ারি  : আমতলী থানাধীন বিক্রমনগর গ্রাম পঞ্চায়েতের ঠাকুরপাড়া এলাকার বাসিন্দা শ্যামল চন্দ্র দাস। পেশায় তিনি এক জন ব্যবসায়ী। শ্যামল দাসের স্ত্রী স্বপ্না দাস। বেশকিছু দিন ধরে পারিবারিক বিষয় নিয়ে দম্পতির মধ্যে ঝামেলা চলছিল। এরই মধ্যে মঙ্গলবার সকালে এলাকার লোকজন দেখতে পায় নিজ বাড়ির পাশে জঙ্গলে স্বপ্না দাসের মৃতদেহ পড়ে রয়েছে। অপর দিকে বাড়িতেই রয়েছে স্বামী শ্যামল চন্দ্র দাস। এলাকায় খবর ছড়িয়ে পড়ার পর এলাকার লোকজন ঘটনাস্থলে ভিড় জমায়। স্থানীয় এক ব্যক্তি জানান তিনি এলাকাবাসিদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।

স্বপ্না দাস খুন হয়েছে বলে জানান। তবে কি ভাবে তিনি খুন হয়েছেন তা কেউই বলতে পারছে না। স্থানীয়রা স্বপ্না দাসের মৃতদেহ দেখতে পাওয়ার পর শ্যামল চন্দ্র দাস নিজেই আমতলি থানার পুলিশকে ফোন করে জানান ওনার স্ত্রী খুন হয়েছে। যথারীতি এসডিপিও আমতলির নেতৃত্বে আমতলি থানার পুলিশ ডগ স্কোয়ার্ড ও ফরেনসিক বিশেষজ্ঞদের নিয়ে ঘটনাস্থলে ছুটে যায়। এসডিপিও আমতলি জানান মৃত স্বপ্না দাসের স্বামী শ্যামল চন্দ্র দাস জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে পারিবারিক ঝামেলার জেরে সে নিজেই স্ত্রীকে হত্যা করেছে। স্বপ্না দাসকে যে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে সেই লাঠিটিও উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে শ্যামল চন্দ্র দাসে। ঘটনার তদন্ত চলছে বলে জানান তিনি। স্বপ্না দাসকে খুন করা হয়েছে তা মৃতদেহ দেখে সকলে এক প্রকার নিশ্চিত হয়ে গিয়েছিল। কারন মৃতার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। সে যাই হোক মৃতার স্বামী শেষ পর্যন্ত নিজের মুখে খুনের কথা স্বীকার করেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য