স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১১ ফেব্রুয়ারি : ২০২২ সালের এস টি জি টি নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার দাবিতে গত কয়েক মাসে একাধিকবার মুখ্যমন্ত্রীর বাড়ির ঘেরাও করেছে চাকরির প্রত্যাশীরা। কিন্তু সরকার পক্ষ থেকে কোনরকম প্রতিক্রিয়া মিলছে না। মঙ্গলবার এ বিষয়ে রাজ্য সরকারের মন্ত্রী সুশান্ত চৌধুরীকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, এস টি জি টি মুখ্যমন্ত্রীর বিষয়।
কারণ এটা মুখ্যমন্ত্রীর দপ্তর। সুতরাং এ বিষয় নিয়ে তিনি কোন কথা বলতে চান না বলে আবার বললেন, সরকারের পক্ষ থেকে তিনি বলতে চান যেকোনো বিষয় হোক না কেন আন্দোলন সমস্যা সুরাহা পথ নয়। বর্তমান সরকার আইন কানুন মেনে চাকরি দিচ্ছে। যাতে কোন চাকরি ১০ হাজার ৩২৩ না হয়। অর্থাৎ এ সরকার যখন কাউকে চাকরি দেবে তখন তার চাকরি হারাতে হবে না। তিনি আরো বলেন, ভারতবর্ষের কোথাও চাকরির মেলা হয়নি। চাকরি মেলা একমাত্র ত্রিপুরা রাজ্য হয়েছে। তাই চাকরির জন্য বেকারদের আন্দোলন করতে হবে না। সরকার সমস্ত নিয়ম মেনে চাকরি প্রদান করবে বলে জানান তিনি।