স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১১ ফেব্রুয়ারি : বংশীবাড়ি বেলমুড়া সরকারি বন ভূমি থেকে ২২,০০০ গাঁজা গাছ ধ্বংস করল বিশালগড় থানার পুলিশ। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই গাজা বিরোধী অভিযানের নেতৃত্বে ছিলেন বিশালগড় থানার ওসি সঞ্জিত সেন। এইদিন পুলিশ কর্মীদের পাশাপাশি সিআরপিএফ, টিএসআর ও এসপিও জওয়ানরা গাঁজা বিরোধী অভিযানে সামিল হয়।
জানা যায় গোপন খবরের ভিত্তিতে এই গাঁজা বিরোধী অভিযান চালানো হয়। বিশালগড় থানার ওসি জানান ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বংশীবাড়ি বেলমুড়া এলাকায় অভিযান চালিয়ে ২২,০০০ গাঁজা গাছ কেটে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এই ধরনের অভিযান আগামিদিনেও জারি থাকবে বলে জানান তিনি।