স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১১ ফেব্রুয়ারি : মঙ্গলবার আগরতলা লিচুবাগান স্থিত বাঁশ ও বেত উন্নয়ন ইনস্টিটিউটে “জলবায়ু পরিবর্তন প্রশমনে বাঁশের ভূমিকা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা। এদিন অনুষ্ঠানে উপস্থিত হয়ে মন্ত্রী আয়োজিত অনুষ্ঠানের অত্যন্ত প্রশংসা করে বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর চাইছে রাজ্যে জলবায়ু পরিবর্তনের উপর সচেতনতা আনার। এর জন্য রাজ্যে প্রচুর পরিমাণে গাছপালা এবং বাঁশ লাগানো যায়। সেদিকে গুরুত্ব দিয়ে আজকের এই কর্মশালা আয়োজন করা হয়েছে।
এদিনের অনুষ্ঠান বিশেষ করে ছাত্র-ছাত্রীদের নিয়ে করা হয়েছে। ছাত্র-ছাত্রীদের চেয়ারম্যান সবার আগে জানা দরকার কিভাবে জলবায়ুর উপর পরিবর্তন আনার চেষ্টা করা হচ্ছে। মন্ত্রী আরো জানিয়েছেন, এন ই সি -তে বলা হয়েছে রাজ্য যাতে আরো বেশি বাঁশের চাষ করা হয়। একই সাথে ত্রিপুরাতে যাতে এন ই সি থেকে আরও বেশি ফান্ড দেওয়া হয়। বনদপ্তর এবং এনজিওদের দ্বারা বৃক্ষরোপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ডিটেলস প্রজেক্ট রিপোর্ট ভারত সরকারের কাছে পাঠানো হয়েছে। নয়া নিয়ম অনুযায়ী ডিপিআর ছাড়া সরকার অর্থ বরাদ্দ করবে না বলে জানান মন্ত্রী অনিমেষ দেববর্মা। আয়োজিত অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের সচিব শশী কুমার সহ জাতীয় ব্যাম্বু মিশনের আধিকারিক আভিনাব কান্ত সহ অন্যান্য আধিকারিকরা।