স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১১ ফেব্রুয়ারি : উচ্চশিক্ষার ক্ষেত্রে স্কলারশিপের জন্য ফর্ম পূরণ করতে পারেনি এমন ছাত্র-ছাত্রীদের জন্য বিকল্প ব্যবস্থা করা, এস টি হোস্টেল গুলিতে নিয়মিত শূন্য পদ পূরণ করা সহ তিন দফা দাবিতে টিএসইউ পক্ষ থেকে মঙ্গলবার জনজাতি কল্যাণ দপ্তরে ডেপুটেশন প্রদান করা হয়। পরবর্তী সময়ে সাংগঠনের সাধারণ সম্পাদক সজিৎ দেববর্মা জানান, রাজ্যে তিপ্রাসা দরদী ও জনজাতি দরদী দুইটা দল সরকার পরিচালনা করছে। অথচ রাজ্যের জনজাতি অংশের ছাত্র ছাত্রী প্রতিদিন বিভিন্ন সমস্যা শিকার হচ্ছে। এর মধ্যে স্কলারশিপের সমস্যা দীর্ঘদিনের। এই সমস্যা সমাধান হচ্ছে না।
একাধিকবার ডেপুটেশন প্রদান করা হয়েছে। কিন্তু স্কলারশিপের সমস্যা সমাধান হচ্ছে না। এর দ্বারাই বোঝা যায় কতটা জনদরদী এই সরকার। বহু ছাত্র ছাত্রী সময় মতো অর্থাৎ নভেম্বর মাসের মধ্যে ফর্ম পূরণ করতে পারে নি। পোর্টাল বন্ধ করে দেওয়া হয়েছে। অথচ ওবিসি এবং এসিদের পোর্টাল এখনো খোলা রয়েছে। প্রশ্ন হল কেন্দ্রেও ভারতীয় জনতা পার্টির সরকার এবং রাজ্য ভারতের জনতা পার্টি সরকার হওয়ার পরে কেন দুই অংশের মানুষের জন্য দুই নিয়ম। যার কারণে এখন বহু জনজাতি ছাত্র-ছাত্রী কলারশিপের জন্য ফর্ম পূরণ করতে পারেনি। তাই তাদের জন্য বিকল্প ব্যবস্থা করা, এস টি হোস্টেল গুলিতে নিয়মিত শূন্য পদ পূরণ করার দাবি জানানো হয়েছে বলে জানেন তিনি।