Tuesday, March 25, 2025
বাড়িরাজ্যআটজন বিহারী ফেনসিডিল পাচারকারী আটক

আটজন বিহারী ফেনসিডিল পাচারকারী আটক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১১ ফেব্রুয়ারি  : আগরতলা রেল স্টেশন থেকে আটজন বিহারী ফেনসিডিল পাচারকারী। সোমবার আগরতলায় জিআরপি থানার পুলিশ এবং আর পি এফ যৌথভাবে অভিযান চালিয়ে নেশা সামগ্রী সমেত তাদের আটক করেছে। ধৃতদের কাছ থেকে মোট ৫২৩ টি এসকফ সিরাপের বোতল আটক করা হয়। এগুলি তারা বহিঃরাজ্য থেকে আগরতলা নিয়ে এসেছিল।

তাদের সাথে যুক্ত একটা বড় গ্যাং। উদ্ধার হওয়া মাদক দ্রব্য গুলির আনুমানিক বাজার মূল্য হবে ২ লক্ষ ৬১ হাজার ৫০০ টাকা। আগরতলা জিআরপি থানায় ধৃতদের বিরুদ্ধে একটি এন ডি পি এস ধারায় মামলা নেওয়া হয়। ধৃতদের নাম অরবিন্দ কুমার, বাড়ি বিহার পাটনায়, বিক্রম কুমার, বাড়ি বিহার পাটনায়, রবি কুমার, বাড়ি বিহার বৈশালী, চন্দন কুমার, বাড়ি বিহার পাটনায়, ইন্দ্রজিৎ রায়, বাড়ি বিহার পাটনায়, অঙ্কিত কুমার, বাড়ি বিহার পাটনায়, সাহুল কুমার, বাড়ি বিহার পাটনায়, পবন কুমার, বাড়ি বিহার পাটনায়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য