Saturday, March 15, 2025
বাড়িরাজ্য৭ ও ৮ ফেব্রুয়ারি রাজধানীর এক বেসরকারি হোটেলে অনুষ্ঠিত হবে বিজনেস কনক্লেভ-২০২৫

৭ ও ৮ ফেব্রুয়ারি রাজধানীর এক বেসরকারি হোটেলে অনুষ্ঠিত হবে বিজনেস কনক্লেভ-২০২৫

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা ,  ৬ ফেব্রুয়ারি : ৭ ও ৮ ফেব্রুয়ারি রাজধানীর হোটেল পোলো টাওয়ারে অনুষ্ঠিত হবে বিজনেস কনক্লেভ-২০২৫। এই বিজনেস কনক্লেভের মূল লক্ষ্য উত্তর-পূর্ব ভারতে বিনিয়োগের মূল গন্তব্য হিসেবে ত্রিপুরার অপার সম্ভাবনা প্রদর্শন করা। এইবারের বিজনেস কনক্লেভের থিম হচ্ছে ডেসটিনেশন ত্রিপুরা- ল্যান্ড অফ অপরচুনিটিস। বৃহস্পতিবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা। সাংবাদিক সম্মেলনে তিনি আরো জানান প্রাকৃতিক সম্পদের সম্পৃক্ত ত্রিপুরা অভুতপূর্ব বৃদ্ধির দাড় প্রান্তে এসে দাঁড়িয়েছে। কর্মসংস্থানকে উৎসাহিত করে, জীবন যাত্রার মান উন্নত করে এবং সবার জন্য উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে রাজ্য সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তারই ফলস্বরূপ ত্রিপুরা এই অঞ্চলে আকর্ষণীয় ইকোনমিক ইন্ডিকেটর নিয়ে অগ্রণী হিসাবে অভিভূত হচ্ছে এবং সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করছে। এই গতি বজায় রাখতে রাজ্য সরকার সক্রিয়ভাবে একটি বিজনেস ফ্রেন্ডলি পরিবেশ তৈরি করছে।

পরিকাঠামো উন্নয়ন করছে এবং সংযোগ বাড়ানোর জন্য হীরা প্লাস এর মতো উদ্ভাবনী মডেল গ্রহণ করছে। শিল্প নীতি ২০২৪ এবং ত্রিপুরা স্টার্টআপ নীতি ২০২৪ এর মতো নীতিগুলি বিনিয়োগ বাড়াতে এবং একটি অনুকূল ব্যবসায়িক বাস্তুতন্ত্র তৈরি করতে চালু করা হয়েছে। বিজনেস কনক্লেভ-২০২৫ এ বিনিয়োগকারী, এন্টারপ্রেনার এবং সরকারি কর্মকর্তাদের একত্রিত হতে রাজ্যের সম্ভাবনা প্রদর্শন করতে এবং বৃদ্ধি ও সহযোগিতার সুযোগ গুলি অন্বেষণ করার জন্য একটি প্লাটফর্ম হিসেবে কাজ করবে। এই ইভেন্টে তথ্যপ্রযুক্তি, স্বাস্থ্যসেবা, পর্যটন, শিক্ষা এবং দক্ষতা বৃদ্ধির মত মূল ক্ষেত্রগুলিতে বিনিয়োগ আকৃষ্ট করার লক্ষ্যে একাধিক সেশন, প্রেজেন্টেশন এবং আলোচনা থাকবে। ৮ ফেব্রুয়ারি কমক্লেভের মূল অনুষ্ঠান উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সাংবাদিক সম্মেলনে মন্ত্রী সান্তনা চাকমা আরও জানান ৭ ফেব্রুয়ারি ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি ত্রিপুরা সরকারের স্কিল ডেভেলপমেন্ট অধিদপ্তরের উদ্যোগে “স্কিল-উদয় তংনাই” কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এইটি একটি ব্যতিক্রমী দক্ষতা উন্নয়নের কর্মসূচি। যা রাজ্যের ৮০ হাজার ছাত্র-ছাত্রীর ক্ষমতায়ন, কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে চালু করা হবে। এই উদ্যোগ ত্রিপুরার যুব সমাজকে আধুনিক শিল্পের উপযোগী দক্ষতা অর্জনে সহায়তা করবে।

“স্কিল-উদয় তংনাই” নামটি ইংরেজি, বাংলা ও ককবরক ভাষার সমন্বয়ে তৈরি হয়েছে। এটি শুধুমাত্র একটি কর্মসূচির সূচনা নয়, বরং এটি দক্ষতা উন্নয়নের এক নবযুগের সূচনা। অনুষ্ঠানে কয়েকটি গুরুত্বপূর্ণ মাইলফলক চিহ্নিত করা হয়েছে। যা হলো, ছাত্রীদের জন্য ক্যারিয়ার গাইডেন্স প্রোগ্রাম: সমগ্র শিক্ষা প্রকল্পের অধীনে ৭৫,০০০ ছাত্রীকে ৯৮৩ টি স্কুলে ক্যারিয়ার গাইডেন্স প্রদান করা হবে। যাতে তারা সঠিক পেশা নির্বাচনে সক্ষম হয় এবং বিভিন্ন ক্ষেত্রে বাধা অতিক্রম করতে পারে। অপরটি হলো এনএসডিসি একাডেমির মাধ্যমে মার্কেট রেডিনেস কোর্স: বিশেষ দক্ষতা প্রশিক্ষণের গুরুত্ব অনুধাবন করে, মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্পের অধীনে এনএসডিসি একাডেমির সহযোগিতায় ৭,০০০ শিক্ষার্থী জিএসটি, ইনকাম ট্যাক্স ফাইলিং, সাইবার সিকিউরিটি, ওয়েব ডিজাইনিং, ২ ডি অ্যানিমেশনের প্রশিক্ষণ পাবে। তৃতীয়টি হলো ইংরেজি, কর্মসংস্থান ও উদ্যোক্তা প্রোগ্রাম: উচ্চশিক্ষা বিভাগ এবং ম্যানেজমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনিয়রশিপ প্রফেশনাল সেক্টর স্কিল কাউন্সিলের সহযোগিতায়, SANKALP প্রকল্পের আওতায় এই প্রোগ্রামের মাধ্যমে ত্রিপুরার সমস্ত ডিগ্রি কলেজে ১,৬০০ শিক্ষার্থীকে যোগাযোগ দক্ষতা, কর্মসংস্থান ও উদ্যোক্তা গঠনের প্রশিক্ষণ প্রদান করা হবে। চতুর্থ, স্কিল ত্রিপুরা এমআইএস পোর্টাল: ডিজিটাল যুগে স্বচ্ছতা ও তথ্য-উপাত্তের তাৎপর্য অনস্বীকার্য। MMDUP-এর অধীনে তৈরি এই পোর্টাল দক্ষতা উন্নয়ন উদ্যোগগুলির কেন্দ্রীভূত তথ্যভাণ্ডার হিসেবে কাজ করবে এবং চাকরি প্রার্থীদের প্রশিক্ষণ কর্মসূচির সাথে সংযুক্ত করবে। পঞ্চম স্কিল ডেভেলপমেন্ট ক্যালেন্ডার ২০২৫: এই ক্যালেন্ডারটি MMDUP-এর অধীনে গঠিত প্রশিক্ষণ কর্মসূচির একটি রোডম্যাপ, যা শিক্ষার্থীদের পেশাগত উন্নতি ও শিল্পের চাহিদার সাথে সামঞ্জস্য বিধানে সহায়তা করবে। ষষ্ঠ সমাপ্তি পর্ব ও ড্রোন প্রদর্শনী: জরুরি উদ্ধার কার্যক্রম, ত্রাণ বিতরণ ও উন্নত কৃষি ব্যবস্থাপনায় ড্রোনের বিশাল সম্ভাবনা রয়েছে। অনুষ্ঠানে ড্রোন প্রযুক্তিতে প্রশিক্ষণপ্রাপ্ত ৩০ জন যুবককে সম্মানিত করা হবে। যারা স্কিল ডেভেলপমেন্ট অধিদপ্তরের অধীনে টি আই টি -র প্রশিক্ষণ সম্পন্ন করেছে। সর্বশেষ এন ই সি -অর্থায়নে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের টুলকিট বিতরণ: দক্ষতা উন্নয়ন শুধুমাত্র প্রশিক্ষণেই সীমাবদ্ধ নয়, বরং আত্মনির্ভরতার দিকেও অগ্রসর হওয়া প্রয়োজন। এই লক্ষ্যকে সামনে রেখে সেলাই, মাশরুম চাষ, মৌমাছি পালন, ভার্মি কম্পোস্টিং, খাদ্য প্রক্রিয়াকরণ ও সৌর প্যানেল স্থাপনা প্রশিক্ষণপ্রাপ্ত ২৯৫ জন প্রার্থীদের টুলকিট প্রদান করা হবে, যাতে তারা স্বনির্ভর জীবিকা গড়তে পারে। সাংবাদিক সম্মেলনে মন্ত্রী সান্তনা চাকমা জানান বিজনেস কনক্লেভে শতাধিক শিল্পপতি অংশগ্রহণ করবে। সাংবাদিক সম্মেলনে মন্ত্রী সান্তনা চাকমা ছাড়াও উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে সহ অন্যান্য আধিকারিকরা।‌

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য