স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা , ৬ ফেব্রুয়ারি : বৃহস্পতিবার ভোরে আগরতলা- সাব্রুম জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ে দ্রুতগামী মারুতি গাড়ি। গুরুতর আহত গাড়ির চালক নাম বাপি চন্দ্র দে এবং পাতাল কুমার নোয়াতিয়া। ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার ভোর সাড়ে চারটা নাগাদ দ্রুতগামী মারুতি গাড়ি গর্জি নোয়াদিয়া হদার মেলা থেকে বাড়ি যাওয়ার পথে উদয়পুর ফুলকুমারী নবশক্তি ক্লাব সংলগ্ন এলাকায় জাতীয় সড়কের পাশে মারুতি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে।
এতে দ্রুতগামী মারুতি গাড়ির চালক ও একজন যাত্রী গুরুতর আহত হয়। এদিকে এলাকাবাসী বিকট শব্দ শুনতে পেয়ে, উদয়পুর অগ্নিনির্বাপক দপ্তরে খবর দেওয়া হয়। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এসে আহতদের গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায়। ঘটনায় গুরুতর আহত গাড়ি চালক ও যাত্রী গোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকের কাছ থেকে জানা যায়, গাড়ির চালক ও যাত্রী দুইজনেই নেশাগ্রস্ত অবস্থায় থাকার কারণে দুর্ঘটনার কবলে পড়ে।