Saturday, July 26, 2025
বাড়িরাজ্যস্মার্ট মিটার নিয়ে বিভ্রান্ত না হতে আহ্বান বিদ্যুৎ মন্ত্রীর

স্মার্ট মিটার নিয়ে বিভ্রান্ত না হতে আহ্বান বিদ্যুৎ মন্ত্রীর

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৪ জুলাই : বামফ্রন্ট সরকার তার শেষ সাত বছরে ১১৬. ০৩ শতাংশ বিদ্যুৎ বিল বাড়িয়েছে। কিন্তু ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন সরকার তার সাত বছরে বিদ্যুৎ বিল বাড়িয়েছে মাত্র ৩ বার। সোমবার ভারতীয় জনতা পার্টির প্রদেশ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন এ কথা বলেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ। বর্ধিত বিদ্যুৎ বিল সংক্রান্ত বিষয়ে তিনি আরো বলেন বর্তমানে গ্রাহকদের এরিয়া বিল সংক্রান্ত যে টাকা দিতে হবে তা গ্রাহকদের কাছ থেকে একসঙ্গে না নিয়ে ছয়টি কিস্তিতে নেওয়া হবে।

অর্থাৎ গ্রাহকরা তা ছয় মাসে পরিশোধ করার সুযোগ পাবেন। ত্রিপুরা রাজ্যে বিদ্যুতের মোট গ্রাহক সংখ্যা ১০ লক্ষ ছাব্বিশ হাজারের কাছাকাছি। বামেদের সময় গ্রাহকদের মোট সংখ্যা ছিল ৭ লক্ষ এর কাছাকাছি। বর্তমানে গ্রাহকদের সংখ্যা বাড়তে শুরু করেছে। সাংবাদিক সম্মেলনে মন্ত্রী রতন লাল নাথ আরো জানিয়েছেন, বৈধ গ্রাহকের জন্য স্মার্ট মিটার একটা বড় ওষুধ। কারণ এই স্মার্ট মিটারে কোনো রকম কবিরাজি করার সুযোগ নেই। এরপরেও কোনো গ্রাহক যদি মনে করে তার পুরনো ইলেকট্রনিক মিটারকে পাশে রেখে স্মার্ট মিটার বসাবে, এর ও সুযোগ রয়েছে গ্রাহকদের কাছে।  আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি -র মুখপাত্র সুব্রত চক্রবর্তী।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!