Friday, July 25, 2025
বাড়িরাজ্যত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমকে একটি লাভ জনক সংস্থায় পরিণত করার জন্য উদ্যোগ...

ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমকে একটি লাভ জনক সংস্থায় পরিণত করার জন্য উদ্যোগ নিয়েছে সরকার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৪ জুলাই : ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমকে একটি লাভ জনক সংস্থায় পরিণত করার জন্য রাজ্য সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। ২০২৩ সালে কর্পোরেশনের পরিচালনা পর্ষদ পুনর্গঠিত হয়েছে। পর্ষদের উদ্যোগে নিগমের বিভিন্ন নীতি শিল্প বান্ধব করা হয়েছে। পরিকাঠামোর উন্নয়ন ও সকল আবেদনের নিরিখে দ্রুত নিষ্পত্তির মাধ্যমে শিল্পদ্যোগীদের সহায়তা করা হচ্ছে। সোমবার ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের পরিচালনা পর্ষদের উদ্যোগে আগরতলার খেজুর বাগানে স্থিত টি আই ডি সি এল -এর কনফারেন্স হলে এক সংবাদ সম্মেলন করে এ কথা বলেন চেয়ারম্যান নাবাদল বণিক।

সাংবাদিক সম্মেলনে নিগমের বিভিন্ন সাফল্যের বিস্তারিত তথ্য তুলে ধরে বলেন, এই সংস্থার বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি ও উন্নয়নের বিষয়ে শিল্প উন্নয়নের লক্ষ্যে নতুন উদ্যোগ গ্রহণ করছে, নিগমের পরিচালনায় দক্ষতা বৃদ্ধি, বিনিয়োগ বান্ধব নীতি প্রণয়ন বন্ধ হয়ে যাওয়া ইউনিটগুলি পুনরুজ্জীবন, অচল ইউনিটগুলোর অধিগ্রহণ ও নতুন উদ্যোক্তাদের মাঝে তা বরাদ্দ করছে। বর্তমানে নিগম রাজ্যের ১৩টি শিল্প এলাকা -তে শিল্প স্থাপনের জন্য জমি ব্যবস্থাপনা ও বরাদ্দের কাজ পরিচালনা করছে। এর পাশাপাশি, রাজ্যের বিভিন্ন অংশে আরো ৭ টি নতুন শিল্প এলাকার উন্নয়নের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি আরো বলেন এম এস এম ই স্কিমের অধীনে ২৩৭.০৮ কোটি ব্যয় করে এ.ডি. নগর, বাধারঘাট, ধর্মনগর ও আর. কে. নগর শিল্পাঞ্চলে পরিকাঠামোগত উন্নয়ন কাজ সমাপ্ত করা হয়েছে। ‘সিঙ্গল উইন্ডো সার্ভিস’-উদ্যোগ দ্বারা সকল অনুমতি, লাইসেন্স, ছাড়পত্র, অনুমোদন ইত্যাদি একটি মাত্র ওয়েব পোর্টালের মাধ্যমে প্রদান করা হচ্ছে। এই ওয়েব পোর্টালের নাম SWAAGAT। এই পোর্টালটি নতুন আঙ্গিক, আকৃতি ও বৈশিষ্ট্য সংযোজন করে আপডেট করা হয়েছে বলে জানান তিনি। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এদিন এছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের আধিকারিক শৈলেশ কুমার যাদব সহ অন্যান্যরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!