স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৪ জুলাই : শিবনগর মডান ক্লাব ও আমরা তরুণ দলের এ বছর পূজার থিম হচ্ছে স্বপ্ন উড়ান। সোমবার শিবনগর মর্ডান ক্লাব ও আমরা তরুন দল ক্লাবের এবছরের শারদীয়া দুর্গোৎসবের ‘খুটি পূজা’-র আয়োজন করা হয়েছে। উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য।
তিনি বলেন, আগে বিভিন্ন ক্লাব পেশি শক্তির দিক থেকে প্রতিযোগিতা করতো। বর্তমানে ক্লাবগুলি সামাজিক কর্মসূচির ক্ষেত্রে প্রতিযোগিতা করে। এর প্রশংসা করেন তিনি। তিনি বলেন ক্লাবগুলোর মধ্যে মহিলাদের অংশগ্রহণ আগের তুলনায় অনেক বেড়েছে। এর মূল কারণ হলো মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করেছে সরকার। এমনটাই জানান তিনি।