স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা , ৫ ফেব্রুয়ারি : এক চোরকে হাতেনাতে আটক করে পুলিশের হাতে তুলে দিল মেলাঘর বাজার কমিটি। ঘটনার বিবরণে জানা যায় মেলাঘর বাজারে বিগত কয়েক মাস ধরে কিছু দিন পর পর চুরির ঘটনা ঘটে চলছে। মেলাঘর বাজার কমিটি থেকে শুরু করে পুলিশ চোরকে শনাক্ত করার জন্য চেষ্টা চালিয়ে আসছিল। কিন্তু কিছুতেই চোরকে শনাক্ত করা যাচ্ছিল না।
এরই মধ্যে বুধবার হাতেনাতে এক চোরকে আটক করতে সক্ষম হয় মেলাঘর বাজার কমিটি। এইদিন প্রকাশ্য দিবালোকে মেলাঘর বাজারের এক দোকানে চুরির ঘটনা সংগঠিত করে চোরেরা। পরবর্তী সময় দোকান মালিক সহ বাজারের ব্যবসায়ীরা এক জনকে আটক করে। দোকান মালিক জানান ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ করার পর সে চুরির ঘটনার কথা স্বীকার করেছে। এবং সে জানিয়েছে তার সাথে আরও লোক জড়িত রয়েছে। ধৃত চোর এলাকায় কালু নামে পরিচিত। বাজারের ব্যবসায়ীরা পরবর্তী সময় মেলাঘর থানার পুলিশকে খবর দেয়। মেলাঘর থানার পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর ধৃত চোরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।