Tuesday, February 11, 2025
বাড়িরাজ্যদুই মাস দুদিন পর পুনরায় চালু হয় ভিসা প্রদান

দুই মাস দুদিন পর পুনরায় চালু হয় ভিসা প্রদান

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা , ৫ ফেব্রুয়ারি : বাংলাদেশের অশান্তির কারণে গত ৩ ডিসেম্বর আগরতলা স্থিত বাংলাদেশ সহকারি হাইকমিশনার অফিসে ভাঙচুরের ঘটনা সংঘটিত হয়। তারপর থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল ভিসা পরিষেবা। বুধবার প্রায় দীর্ঘ দুই মাস দুদিন পর পুনরায় চালু হয় ভিসা দেওয়া। ভিড় জমিয়েছে পর্যটকরা। পর্যটকদের বক্তব্য, দীর্ঘদিন ধরে বাংলাদেশের ভিসা দেওয়া বন্ধ থাকায় তারা যেতে পারেনি। আজ থেকে ভিসা দেওয়া শুরু হয়েছে।

তাই তারা সিদ্ধান্ত নিয়েছে ভিসা নিয়ে বাংলাদেশ যাওয়ার। তাদের মধ্যে কেউ কেউ আত্মীয় বাড়িতে আবার কেউ কাজের উদ্দেশ্যে বাংলাদেশ যেতে ভিসা নিতে এসেছে। তারা আগামী ৮ ফেব্রুয়ারি বাংলাদেশ যাওয়ার অনুমতি পেয়েছে। দীর্ঘদিন বাদে ভিসা দেওয়া শুরু হয় অনেকটাই খুশি দুই দেশের মানুষ। উল্লেখ্য, বিগত বছর আট আগস্ট সরকার পরিবর্তন হয়েছে বাংলাদেশে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পর অন্তর্বতীকালীন সরকার দায়িত্ব পেয়েছে। বর্তমানে বাংলাদেশ ইউনুসের নেতৃত্বাধীন সরকার চলছে। গত কয়েক মাসে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতনের মাত্রা এতটা বেড়েছে।

প্রতিবাদে সরব হয়েছিল সীমান্তের এপারের বিভিন্ন সংগঠন। তারা প্রতিবাদে সামিল হয়েছিল বাংলাদেশ সহকারি হাইকমিশনার অফিসে। তারপরেই ভাঙচুরের ঘটনা সংগঠিত হয়। তবে এদিন যেসব মানুষ বাংলাদেশের ভিসার জন্য বাংলাদেশ সহকারি হাইকমিশনের অফিসে গিয়েছে তাদের সকলের দাবি বাংলাদেশ সহকারি অফিসের পক্ষ থেকে যাতে তাদের নিরাপত্তার ব্যবস্থা করা হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য