স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা , ৫ ফেব্রুয়ারি :বিশালগড়ের নারাউড়া বাইপাস সড়কে দুর্ঘটনার কবলে পড়ল মাছ বোঝাই বুলেরো গাড়ি। ঘটনা বুধবার সকালে বিশালগড়ের নাড়াউড়া বাইপাস সড়ক এলাকায়। অল্পে রক্ষা পেলো নার্সারির মালিক। ঘটনাস্থল থেকে পালিয়ে যায় গাড়ির চালক ও সহচালক। জানা যায় TR-07A-1510 নাম্বারের একটি বুলোরো গাড়ি মাছ নিয়ে আগরতলা থেকে বিশ্রামগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল।
বিশালগড়ের নারাউরা এলাকায় যাওয়ার পর গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে বাইপাস সড়কের পাশে থাকা একটি বাইক মেকানিক্সের দোকান ভেঙ্গে একটি ফুলের নার্সারিতে ঢুকে পরে। সেই সময় নার্সারিতে কাজ করছিলেন নার্সারির মালিক। অল্পেতে তিনি প্রানে বাচেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিশালগড় থানার পুলিশ। পুলিশ মাছ বোঝাই গাড়িটিকে পরবর্তী সময় থানায় নিয়ে যায়। ক্ষতিগ্রস্ত বাইক মেকানিক্স দোকানের মালিক জানান তার ২০ থেকে ২৫ হাজার টাকা ক্ষতি হয়েছে।