Monday, February 10, 2025
বাড়িরাজ্যসরস্বতী পূজার দিন রাতের বেলা ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল বাড়ি

সরস্বতী পূজার দিন রাতের বেলা ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল বাড়ি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা , ৪ ফেব্রুয়ারি : ভয়াবহ অগ্নিকাণ্ড সোনামুড়া মহকুমার দক্ষিণ মহেশপুর এলাকায়। সোমবার গভীর রাতে এলাকার বাসিন্দা দীপাংশু পালের বাড়িতে ঘটে অগ্নিকাণ্ডের ঘটনা। জানা যায় বাড়ির মালিক কর্মসুত্রে অন্যত্র থাকেন। বাড়ির দুইটি ঘরে দুইজন ভাড়াটিয়া থাকেন। তার মধ্যে এক জন ভাড়াটিয়া বাড়িতে গিয়েছিলেন। অপর ভাড়াটিয়া ভাড়া ঘরে ছিলেন। গভীর রাতে বাড়িতে থাকা ভাড়াটিয়া আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে চিৎকার শুরু করলে ছুটে আসে পাড়া প্রতিবেশীরা। সকলে মিলে আগুন নিভানোর কাজে ঝাপিয়ে পড়েন।

 খবর দেওয়া হয় জাত্রাপুর থানার পুলিশ ও দমকল বাহিনীর কর্মীদের। দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় দমকল বাহিনীর কর্মীরা। শেষ পর্যন্ত দমকল বাহিনীর কর্মীদের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ততক্ষণে অবশ্য দিপাংসু পালের বাড়িতে থাকা বসত ঘর সহ সবকিছু আগুনে পুরে ছাই হয়ে যায়। বাড়িতে থাকা এক ভাড়াটিয়া জানান কিসের থাকে আগুন লেগেছে বুঝতে পারেন নি। আচমকা ঘুম ভাঙ্গার পর তিনি দেখতে পান ঘরের পেছনের দিকে আগুনের লেলিহান শিখা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য