স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা , ৪ ফেব্রুয়ারি : দুষ্টুমী হার মানলো মৃত্যুর কাছে। বাড়ির ছাদ থেকে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে আসে রাজধানীর আড়ালিয়া গুরুদাস পাড়ায়। মৃত শিশুর নাম আদিত্য দেবনাথ। বয়স ১১। সে পঞ্চম শ্রেণীর ছাত্র ছিল। শিশুটির মার কাছ থেকে জানা গেছে, গত রবিবার তার মা যখন বাড়ির গেটে পাশে নিতে যায় তখন সে ছাদের উপর থেকে নিচে পড়ে যায়। তাকে সাথে সাথে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় জিবি হাসপাতালে।
কিন্তু মঙ্গলবার সকালে জিবি হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়ে আদিত্য। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন।