Thursday, February 13, 2025
বাড়িরাজ্যবিএসএফের গুলিতে আহত পুটিয়ার যুবক,অবৈধভাবে সীমান্ত পার হওয়ার সময় গুলিবিদ্ধ

বিএসএফের গুলিতে আহত পুটিয়ার যুবক,অবৈধভাবে সীমান্ত পার হওয়ার সময় গুলিবিদ্ধ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা , ৪ ফেব্রুয়ারি : সীমান্ত অতিক্রমের সময় বিএসএফের গুলিতে আহত হলেন পুটিয়া গ্রামের এক যুবক। আহত যুবকের নাম রনি আহমেদ (২২), বাড়ি পুটিয়া গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ড এলাকায়। তিনি মঙ্গলবার সন্ধ্যা প্রায় ছয়টার দিকে সীমান্তের ১৫১ নম্বর গেট দিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। বিএসএফের সন্দেহ হওয়ায় কর্তব্যরত জওয়ান তাকে লক্ষ্য করে গুলি চালান, যার ফলে তিনি গুরুতর আহত হন।

সূত্রে জানা গেছে, রনি আহমেদ প্রায় ছয় মাস আগে বাংলাদেশের খাদলা এলাকার এক যুবতীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন এবং বিয়ে করেন। দুদিন আগে তিনি অবৈধভাবে শ্বশুরবাড়িতে বেড়াতে যান। মঙ্গলবার সন্ধ্যায় তিনি সেখান থেকে একইভাবে ফিরে আসার চেষ্টা করেন। ঠিক সেই সময় সীমান্তের জিরো পয়েন্টে বিএসএফের সন্দেহ হয় যে তিনি পাচারকারীদের সঙ্গে যুক্ত থাকতে পারেন। সন্দেহজনক আচরণ লক্ষ্য করেই কর্তব্যরত বিএসএফ সদস্য গুলি চালান।গুলি তার ঘাড় ও মুখ বরাবর লাগে। সীমান্ত কর্তব্যরত বিএসএফ তড়িঘড়ি বিষয়টি পুটিয়া বিওপিতে জানালে অন্যান্য বি এস এফ জোয়ানরা ঘটনাস্থলে ছুটে যান।পরবর্তী সময়ে বিএসএফের গাড়ি করে গুলিবিদ্ধ যুবককে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।কর্তব্যরত চিকিৎসক তার পরিস্থিতি ভয়াবহ হওয়ার কারণে তাকে জিবি হাসপাতালে রেফার করেন।এদিকে পুটিয়া এলাকার জনসাধারণ এই বিষয় নিয়ে উত্তেজনা বিরাজ করেন। বিএসএফের পক্ষ থেকেও সীমান্তে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য