Tuesday, February 11, 2025
বাড়িরাজ্যবাজেটের বিরোধিতা করে রাস্তায় নামলো সিপিআইএম

বাজেটের বিরোধিতা করে রাস্তায় নামলো সিপিআইএম

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা , ৪ ফেব্রুয়ারি : ১ ফেব্রুয়ারি সংসদে ২০২৫-২৬ অর্থ বছরের জন্য বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এই প্রস্তাবিত বাজেটকে জন বিরোধী ও জনগণের সাথে প্রতারণার বাজেট আখ্যা দিয়ে রাজধানীতে প্রতিবাদ মিছিল সংগঠিত করল সিপিআইএম সদর মহকুমা কমিটি। মিছিলের অগ্রভাগে ছিলেন সিপিআইএম নেতা রতন ভৌমিক, শুভাশিস গাঙ্গুলি, সিপিআইএম সদর মহকুমা কমিটির সম্পাদক অমল চক্রবর্তী সহ অন্যান্যরা। মিছিলটি এইদিন রাজধানীর বিভিন্ন রাজপথ পরিক্রমা করে। তারপর রাজধানীর প্যারাডাইস চৌমুহনি এলাকায় একটি বিক্ষোভ সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।

তিনি বলেন, কি বাজেট দেশের দলিত, আদিবাসী, মহিলা এবং বয়স্কদের বিরোধী বাজেট। কারণ নয়া প্রত্যাবিত বাজেটে বিগত অর্থবছরের বাজেট থেকে অনেক কম অর্থ বরাদ্দ করা হয়েছে। এতে দেশের জনগণের উন্নয়ন সম্ভব নয়। একই সাথে উত্তর পূর্বাঞ্চলের যে ডোনার মন্ত্রক রয়েছে, তার জন্য প্রায় সাড়ে ১৩ হাজার কোটি টাকা কম বরাদ্দ করা হয়েছে। তাই এমন বাজেট প্রত্যাশাও করা যায় না। এটি পুঁজিপতিদের স্বার্থে এবং দেশবাসীর বিরুদ্ধে অর্থাৎ জনবিরোধী বাজেট বলে দাবি করলেন বিরোধী দলনেতা। তিনি আরো বলেন বিগত বছর বাজেট পেশ করার সময় বলেছিল বিশ্বের প্রথম স্থানে নিয়ে যাওয়া হবে দেশের অর্থনৈতিক ব্যবস্থা। কিন্তু পরবর্তী সময় দেখা গেছে এক লক্ষ কোটি টাকার উপর ব্যবস্থায় করতে পারেনি বর্তমান সরকার। এভাবেই সমালোচনার ঝড় তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শ্রী চৌধুরী। সিপিআইএম সদর মহকুমা কমিটির সম্পাদক অমল চক্রবর্তী জানান সংসদে বাজেট পেশ করে দেশ বাসীর সাথে চমকের রাজনীতি করেছে বর্তমান সরকার। এই বাজেট প্রতারন ও বিশ্বাস ঘাতকতার বাজেট। এই বাজেটে ত্রিপুরার জন্য কোন কিছু নেই। বেকার ও কৃষকদের স্বার্থে কিছুই নেই বাজেটে। কমিয়ে দেওয়া হয়েছে রেগার বরাদ্দ। তাই এই জন বিরোধী বাজেটের বিরুদ্ধে এইদিন প্রতিবাদ মিছিল সংগঠিত করা হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য