স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা , ৪ ফেব্রুয়ারি : মঙ্গলবার রাজধানীর আই জি এম হাসপাতাল সংলগ্ন এলাকায় অটো ও স্কুটির মধ্যে সংঘর্ষ হয়।আহত স্কুটি চালক। আহত স্কুটি চালকের নাম অভিজিৎ সাহা। পুলিশ আটক করেছে অটো চালককে। ঘটনার বিবরণে জানা যায়, অটো চালক নেশাগ্রস্ত অবস্থায় থাকার কারণে স্কুটি চালকের সাথে তার সংঘর্ষ হয়।
পরে স্থানীয়রা অটো গাড়ির পিছু করে নেতাজি চৌমুহনী এলাকা থেকে আটক করে। অটো চালককে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ টি আর ০১ এল ২৪৪৮ নম্বরের গাড়িটি হেফাজতে নিয়ে যায়। ট্রাফিক পুলিশের চরম গাফিলদের কারণে শহরে দিন দিন দুর্ঘটনা বেড়ে চলেছে। নিয়ন্ত্রণে নেই যান চলাচল। দিন দুপুরে নেশাগ্রস্ত অবস্থায় ছোটাছুটি করে বহু গাড়ি চালক।