স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা , ৪ ফেব্রুয়ারি : মঙ্গলবার লেইক চৌমুহনী বাজারে ব্যবসায়ীদের নিয়ে মঙ্গলবার এক বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, স্থানীয় কর্পোরেটার, আগরতলা পুর নিগমের কাউন্সিলর শৈলেশ কুমার যাদব সহ বাজার কমিটির সভাপতি। আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, আজকে লেইক চৌমুহনী বাজার পরিদর্শন করে ব্যবসায়ীদের সাথে তাদের সুবিধা ও অসুবিধা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কিভাবে বাজারটি উন্নত করা যায় সেদিকে গুরুত্ব দেওয়া হবে। কিন্তু মেয়র এদিন উদ্বেগ প্রকাশ করে বলেন, যারা বাজার কমিটি পরিচালনা করছেন তাদের বিরুদ্ধে এলাকাবাসীর পক্ষ থেকে অভিযোগ রয়েছে। এই বাজারের একটি ঐতিহ্য রয়েছে।
কিন্তু কিছুদিন ধরে এই বাজারে বেআইনি কার্যকলাপ এবং নেশার আখড়া চলছে। অভিযোগ অনুযায়ী আজকে পরিদর্শন করা হয়েছে। যারা বেআইনি কার্যকলাপে জড়িত তাদের বিরুদ্ধে আগামী দিন ব্যবস্থা নেওয়া হবে, পাশাপাশি বিভিন্ন সমস্যা কিভাবে নিরসন করা যায় সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন বাজার পরিদর্শন করে লক্ষ্য করেছেন, দীর্ঘ বছর ধরে কিছু ব্যবসায়ী সরকারি জমি দখল করে বেআইনিভাবে ব্যবসা করছে। তাদের আগেও সতর্ক করা হয়েছিল। যেহেতু সতর্ক হয়নি তাই তাকে দুদিনের সময় দেওয়া হবে, যাতে জবর দখল মুক্ত করা হয়। নাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। কিন্তু বেআইনিভাবে ব্যবসা করার জন্য যত জায়গায় দৌড়াদৌড়ি করুক না কেন রেহাই পাবে না। কারণ আগরতলা শহরের মধ্যে সবচেয়ে বেশি সমস্যা এবং অভিযোগ যদি থাকে তাহলে সেটা হল লেইক চৌমুহনি বাজারের বিরুদ্ধে। তাই ব্যবস্থা নিতে বাধ্য হচ্ছেন বলে জানান মেয়র। মেয়র আরো বলেন, বাজার কমিটি ভালো না হলে উন্নয়নমূলক কাজে ব্যাঘাত ঘটবে। তাই সব মিলিয়ে বাজার থেকে আধুনিকরণ এবং বিজ্ঞানসম্মতভাবে তৈরি করার উদ্যোগ নেওয়া হবে বলে জানান মেয়র।