Sunday, February 23, 2025
বাড়িরাজ্যএডুকেশন ট্যুর থেকে ফেরার পথে স্কুল ছাত্রীদের শ্লীলতাহানি

এডুকেশন ট্যুর থেকে ফেরার পথে স্কুল ছাত্রীদের শ্লীলতাহানি

স্যন্দন ডিজিটাল ডেস্ক,  আগরতলা। ৩০ জানুয়ারি :এডুকেশন ট্যুর থেকে ফেরার পথে স্কুল ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ ঘিরে উত্তেজনা চম্পকনগরে। পরে আসাম – আগরতলা জাতীয় সড়ক অবরোধ করল স্থানীয় জনগণ। অভিযোগ,এডুকেশন ট্যুর থেকে বাড়ি ফেরার পথে স্কুল ছাত্রীদের উপর TR01B-1398 নম্বরের বাস চালক ও সহ চালক হাতে শ্লীলতাহানি হয় ছাত্রী। ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার চম্পকনগর বিদ্যালয়ের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর সায়েন্স সিটিতে আনা হয়েছিল। ছাত্রীদের জন্য পৃথক বাস ছিল। সেই বাসে ছিলেন মহিলা শিক্ষাকারা।

 ফেরার সময় নিজ নিজ বাড়ির সামনে শিক্ষিকারা নেমে যান। তারপর সেই বাসে ছাত্রীদের ছেড়ে দেন স্কুলের শিক্ষকরা। ছাত্রীদের অভিযোগ, শিক্ষিকারা বাস থেকে নেমে যাওয়ার পর মদ্যপান করেন গাড়ি চালক এবং সহ চালক।

 তারপর মদমত্ত চালক এবং সহ চালক ছাত্রীদের বিভিন্ন আপত্তিকর জায়গায় স্পর্শ করেছে। এই ঘটনার পর আতঙ্কিত ছাত্রীদের বাড়িতে কেঁদে ফোন করার পর ঘটনাটি প্রকাশ্যে আসে। এই ঘটনার খবর চারিদিকে ছড়িয়ে পড়তেই চম্পকনগর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। ছাত্রীদের অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা বৃহস্পতিবার সন্ধ্যায় আসাম-আগরতলা জাতীয় সড়ক অবরোধ করেন। গাড়িতে ভাঙচুর চালায় উত্তেজিত জনগণ। তাদের দাবি, অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। অবরোধের খবর পেয়ে চম্পকনগর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিভাবকরা স্কুলের শিক্ষকদেরও এই ঘটনার জন্য দায়ী করেছেন এবং অভিযুক্ত শিক্ষকদের চাকরি থেকে বরখাস্তের দাবি তুলেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত বাস চালক ও সহ চালককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য