Sunday, February 23, 2025
বাড়িরাজ্যজেল হাজতে মৃত্যুর ঘটনা নিয়ে সরব হলো সিপিআইএমএল

জেল হাজতে মৃত্যুর ঘটনা নিয়ে সরব হলো সিপিআইএমএল

স্যন্দন ডিজিটাল ডেস্ক,  আগরতলা। ৩০ জানুয়ারি : ২০২৪ সালের অক্টোবর মাসে দক্ষিন জেলার মনুবাজার থানার লকআপে পুলিশের অত্যাচারে মৃত্যু হয় বাদল ত্রিপুরা নামে এক ব্যক্তির। এই ঘটনার পর মৃত বাদল ত্রিপুরার বাবা একটি মামলা দায়ের করেন। তারপর এক এসআই সহ এক পুলিশ কর্মীকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তারা জেলে রয়েছে। কিন্তু ক্রাইম ব্রাঞ্চ এখনো চার্জসিট জমা দেয় নি।

 তাই বৃহস্পতিবার রাজ্য পুলিশের ডিআইজি রেঞ্জের নিকট ডেপুটেশান প্রদান করল সিপিআইএমএল। এইদিন দলের পক্ষ এক প্রতিনিধি দল রাজ্য পুলিশের সদর দপ্তরে গিয়ে এই ডেপুটেশান প্রদান করে। প্রতিনিধি দলের ছিলেন সিপিআইএমএল-এর রাজ্য সম্পাদক। তিনি জানান এইদিন ডিআইজি রেঞ্জ আশ্বাস দিয়েছেন দুই সপ্তাহের মধ্যে ক্রাইম ব্রাঞ্চ আদালতে চার্জসিট জমা দেবে। সিপিআইএমএল-এর রাজ্য সম্পাদক আরও জানান পুলিশ লকআপে এক জনের মৃত্যু হওয়া মানে তার মৌলিক অধিকার হরণ করা। মৌলিক অধিকার হরণ হলে সরকারের দায়িত্ব সেই পরিবারকে রক্ষা করা। কিন্তু সরকার বাদল ত্রিপুরার পরিবারকে এখনো পর্যন্ত কোন ধরনের ক্ষতি পূরণ প্রদান করে নি। তাই তিনি আশঙ্কা প্রকাশ করেন বাদল ত্রিপুরার পরিবার ন্যায় বিচার নাও পেতে পারে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য