Sunday, February 9, 2025
বাড়িরাজ্যমানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে সিপিআইএম নেতৃত্ব : বিজেপি

মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে সিপিআইএম নেতৃত্ব : বিজেপি

স্যন্দন ডিজিটাল ডেস্ক,  আগরতলা। ৩০ জানুয়ারি : বঞ্চনা থেকে বের হয়ে ত্রিপুরা যখন নতুনভাবে গড়ে উঠছে এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে উঠছে তখন বুধবার সিপিআইএমের প্রকাশ্য জনসমাবেশে বিভ্রান্ত কর বক্তব্য রেখেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, পলিটব্যুরোর নেতৃত্ব প্রকাশ কারাত। এর দ্বারা স্পষ্ট রাজ্যের প্রগতি তাদের সহ্য হচ্ছে না।

 তাই বিভ্রান্ত কোন মন্তব্য করার চেষ্টা করছে সিপিআইএম। কিন্তু বর্তমান সরকার তথা মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার নেতৃত্বাধীন সরকার সাবকা সাথ, সাবকা বিকাশ এবং সবকা প্রয়াস শুধু স্লোগান হিসেবে নয়, নীতি হিসেবে কাজ করার উদ্যোগ নিয়েছে। বৃহস্পতিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এ কথা বলেন প্রদেশ বিজেপি -র মুখাপাত্র সুব্রত চক্রবর্তী। তিনি বলেন, ২০১৮ সালের আগে ত্রিপুরায় একটি জাতীয় সড়ক ছিল। বর্তমানে ত্রিপুরার ছয়টি জাতীয় সড়ক হয়েছে। এছাড়া আরো চারটি জাতীয় সড়কের কাজ শুরু হতে চলেছে। অপরদিকে ত্রিপুরায় এম বি বি বিমানবন্দর উত্তর পূর্বাঞ্চলের সমস্ত বিমানবন্দরের মধ্যে সবচেয়ে উন্নত মানের বিমানবন্দর হয়েছে। যার দেশের মধ্যেও এক অন্যতম উন্নত মানের বিমানবন্দর। এটি আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করছে। পাশাপাশি ডেন্টাল কলেজ এবং সাংস্কৃতিক কলেজ ত্রিপুরায় গড়ে উঠেছে। এছাড়াও শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন এসেছে।

 বিশেষ করে শিক্ষা ক্ষেত্রেও ত্রিপুরায় হাব তৈরি হচ্ছে। ২০১৮ সালের আগে ত্রিপুরা মানুষের গড় আয় ছিল ৭৪ থেকে ৭৫ হাজার টাকা, বর্তমানে গড় আয় বেড়ে হয়েছে এক লক্ষ ৭৮ থেকে ৭৯ হাজার টাকা। কিন্তু তারপরও রাজ্যের প্রধান বিরোধি দল সিপিআইএমের নেতৃত্বেদের উন্নয়ন চোখে পড়ে না। তার অভিযোগ তুলছে ত্রিপুরায় কাজ নেই, অনাহারে মৃত্যু হচ্ছে মানুষের। কিন্তু তাদের আমলে ত্রিপুরায় একটি নৈরাজ্য স্থাপন হয়েছিল। এর থেকে গত সাত বছরে বের হয়ে আসতে পারছে না বিরোধী দলের নেতৃত্ব। তাই তারা মানুষকে এখনো বিভ্রান্ত করা চেষ্টা করছে। কিন্তু জনগণ শেষ কথা বলে। এ ধরনের বিভ্রান্ত সৃষ্টি করার জন্যই তাদের ২০১৮ সালে উৎখাত করেছিল রাজ্যের জনগণ। এমনটাই বললেন তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য