Friday, February 7, 2025
বাড়িরাজ্যদুটি বইয়ের দোকানে থাবা এন সি আর টি -র

দুটি বইয়ের দোকানে থাবা এন সি আর টি -র

স্যন্দন ডিজিটাল ডেস্ক,  আগরতলা। ৩০ জানুয়ারি : বই বিক্রির নামে আগরতলা শহরে চলছে বেআইনি কার্যকলাপ। বাঁকা পথে বই বিক্রি করে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে আদায় করে নিচ্ছে মোটা অংক। বৃহস্পতিবার রাজধানী আগরতলা ওরিয়েন্ট চৌমুহনি এবং আখড়া রোড সংলগ্ন দুটি বইয়ের দোকানে অভিযান চালায় ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিচার্স এন্ড ট্রেনিং -এর দিল্লির এক প্রতিনিধি দল। এদিন গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ওরিয়েন্ট চৌমুহনির সাহা বুক এন্ড ভ্যারাইটিজ এবং আখাউড়া রোডের বুক এমপ্রোরিয়াম দোকান থেকে প্রচুর পরিমাণে অবৈধ বই উদ্ধার করে। দোকানের মালিকদের কাছ থেকে বইগুলো আনার সম্পর্কে অবগত হয়।

 অভিযুক্ত বই মালিকদের বিরুদ্ধে নেওয়া হবে কড়া পদক্ষেপ। এ বিষয়ে এন সি ই আর টি -র এক আধিকারিক অমিতাভ কুমার জানান, বৃহস্পতিবার আগরতলা শহরে বিভিন্ন বইয়ের মার্কেটে অভিযান চালানো হয়েছে। তাদের কাছে অভিযোগ ছিল দীর্ঘদিন ধরে আগরতলা শহরের বইয়ের মার্কেটের বেশ কয়েকটি দোকান প্রচুর নকল বই বিক্রি করে চলেছে ছাত্রছাত্রী এবং বিদ্যালয় গুলির মধ্য। এই অভিযোগ পেয়ে তারা অভিযানে নেমেছে। তারপর তারা দুটি দোকান থেকে প্রচুর পরিমাণে নকল বই উদ্ধার করে। লক্ষ্য করা গেছে যে বইগুলির ওজন ৫০০ গ্রাম হওয়ার কথা সেই নকল বইগুলির ওজন মাত্র ১০০ গ্রাম।

এবং যে দুটি দোকান থেকে এ নকল বইগুলি উদ্ধার হয়েছে সেই বইয়ের দোকানগুলি ছাত্র-ছাত্রীদের কাছে নকল বই বিক্রি করার পাশাপাশি সরাসরি বিদ্যালয়ে বই বিক্রি করছে। এর পাশাপাশি নকল বইগুলির প্রিন্টিং -এর গুণগতমান অনেকটাই নিম্নমানের। যারা এই বইগুলি বিক্রি করছে তাদের অবিলম্বে জিজ্ঞাসাবাদ চালানো হবে। কোথা থেকে এবং কিভাবে তার এই বইগুলি ক্রয় করছে। এবং তাদের কারা সহযোগিতা করছে। যে বইগুলি উদ্ধার হয়েছে সেগুলো নবম শ্রেণীর ইকোনমিক্স, সোশ্যাল সাইন্স সহ অন্যান্য বই।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য