স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩০ জানুয়ারি : ২০২২ সালে এস টি জি টি পরীক্ষার্থীরা নিয়োগের দাবিতে বৃহস্পতিবার রাজধানীর কৃষ্ণনগর স্থিত মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার বাসভবন ঘেরাও করেন। এদিন সকালে তারা আগরতলা টাউন হলের সামনে জড়ো হয়। সেখান থেকে মিছিল করে মুখ্যমন্ত্রী বাসভবনে সামনে এসে বিক্ষোভ শুরু করে। তারপর পুলিশি নিরাপত্তাহীনতার সুযোগকে কাজে লাগিয়ে ঘেরাও করে। তাদের ২০২২ সালে তারা রাজ্য সরকারের এস টি জি টি পরীক্ষায় বসেছিল।
চাকরি প্রত্যাশী বেকার যুবক যুবতীদের অভিযোগ দীর্ঘ ৩ বছর হয়ে গেছে এখন পর্যন্ত তাদের নিয়োগ করা হচ্ছে না। বহুবার মুখ্যমন্ত্রী সাথে দেখা করার জন্য চিঠিও দিয়েছেন। কিন্তু মুখ্যমন্ত্রী ইউটিউবারদের সাথে দেখা করছেন এবং সংবর্ধনা দিচ্ছেন। অথচ তাদের সাথে দেখা করার কোন প্রয়োজন পর্যন্ত মনে করছেন না মুখ্যমন্ত্রী। তাই আজ মুখ্যমন্ত্রী কাছে জবাব চাইতে এসেছিল বলে জানান তারা। পরবর্তী সময় ঘটনাস্থলে ছুটে আসে পূর্ব আগরতলা থানা পুলিশ। পুলিশ তাদের গ্রেফতার করে নিয়ে যায়। কিন্তু প্রশ্ন হল, হাই সিকিউরিটি জোনের মধ্যে কিভাবে তারা বিক্ষোভ করে মুখ্যমন্ত্রীর বাড়ি করেছে, কাকপক্ষীও টের পায়নি?