স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩০ জানুয়ারি : ৩০ জানুয়ারি মোহন দাস করমচাঁদ গান্ধীর প্রয়াণ বার্ষিকী। এ উপলক্ষে বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে দিনটি উদযাপন করা হয়। ৩০ জানুয়ারি নয়া দিল্লি বিরলা হাউজের লোনে প্রার্থনা সবাই যাওয়ার পথে মোহন দাস করমচাঁদ গান্ধীকে গুলি করে হত্যা করেছিলেন নাথুরাম গডছে। তাই প্রয়াণ বার্ষিকী যথাযথ মর্যাদার সঙ্গে পালন করছে রাজ্য প্রদেশ কংগ্রেস।
সকাল ১১ টায় দুই মিনিট নীরবতা পালনের মাধ্যমে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরবর্তী সময় মোহন দাস করমচাঁদ গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্য নেতৃত্ব। তারপর তারা গান্ধী ঘাটে শহীদ বেদীতে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জানান দেশজুড়ে এইদিন মহাত্মা গান্ধীর শহিদান দিবস পালন করা হয়েছে। তিনি আরও জানান যারা গান্ধীজীর বিচার ধারাকে অবলুপ্তি করে, দেশের স্বাধীনতা আন্দোলনকে অবমাননা করে দেশের শাসন ক্ষমতা পরিচালন করতে চায় তাদের বিরুদ্ধে কংগ্রেসের লড়াই।