স্যন্দন ডিজিটাল ডেস্ক: ২৮ জানুয়ারি : : আগামীকাল থেকে ঊনকোটি জেলার ফটিকরায়ে শুরু হচ্ছে মিলন মেলা৷ তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাসের উদ্যোগে এই মেলার আয়োজন করা হচ্ছে৷ সহযোগিতায় রয়েছে ফটিকরায় ও রাজনগর গ্রাম পঞ্চায়েত৷ ফটিকরায় দ্বাদশ শ্রেণি স্কুলের মাঠে হবে এই মিলন মেলা৷ ২৯ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে মেলা৷ ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এই মেলার উদ্বোধন করবেন৷
মন্ত্রী সুধাংশু দাস জানিয়েছেন, মেলায় প্রতিদিন সন্ধ্যায় স্থানীয় শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠানের পর রাত আটটা থেকে দশটা পর্যন্ত থাকবে মিউজিক্যাল নাইট৷ ৩০ জানুয়ারি মিউজিক্যাল নাইটে সঙ্গীত পরিবেশন করবেন বহিঃরাজ্যের জনপ্রিয় শিল্পী ইমন চক্রবর্তী৷ ৩১ জানুয়ারি উপস্থিত থাকবে ফকিরা ব্যান্ড এবং ১ ফেব্রুয়ারি থাকবেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী কুনাল গাঞ্জাওয়ালা৷
প্রসঙ্গত, এই মিলন মেলায় খোলা হচ্ছে পঞ্চাশটিরও বেশি সরকারি ও বেসরকারি প্রদর্শনি স্টল৷ মেলাকে সফল করে তুলতে ইতিমধ্যে্ বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিক ও কর্মকর্তাদের সাথে আলোচনা করেছেন মন্ত্রী সুধাংশু দাস৷ আইন শৃঙ্খলা এবং যানবাহন নিয়ন্ত্রণ নিয়ে পুলিশ প্রশাসনের সাথে আলোচনা হয়েছে মন্ত্রীর৷ তাছাড়া, বিদ্যুৎ নিগম এবং ফায়ার সার্ভিসের আধিকারিকদের সাথেও আলোচনা করেছেন মন্ত্রী সুধাংশু দাস৷ সব মিলিয়ে মেলার যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত বলে জানা গিয়েছে৷