Friday, February 7, 2025
বাড়িরাজ্যঅসুস্থ নবোদয়ের ৮০ জন শিক্ষার্থী

অসুস্থ নবোদয়ের ৮০ জন শিক্ষার্থী

স্যন্দন ডিজিটাল ডেস্ক: ২৮ জানুয়ারি   : সিপাহীজলা জেলার টাকারজলা  জহর নবোদয় বিদ্যালয়ে ভোজনালয়ের খাবার খেয়ে গুরুতর অসুস্থ  ৮০ জন শিক্ষার্থী।   ঘটনাস্থলে ছুটে যান  সিপাহীজলা জেলাশাসক এবং  জম্পুজলা মহকুমা শাসক। অসুস্থ ছাত্র-ছাত্রীরা  টাকারজলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন । প্রাথমিকভাবে জানা যাচ্ছে, খাবারে বিষক্রিয়ার ফলেই  অঘটন ঘটে ।

ঘটনার খবর পেয়ে সিপাহীজলা জেলার জেলাশাসক সিদ্ধার্থ শিব জয়সওয়াল বিদ্যালয় এর ভোজনালয়  পরিদর্শন করেন। গিয়ে দেখেন খাদ্যদ্রব্য গুলি বিভিন্নভাবে ছড়িয়ে  ছিটিয়ে ফেলে রাখা হয়েছে। সম্পূর্ণ অবৈজ্ঞানিকভাবে এবং  অস্বাস্থ্যকর পরিবেশে মেয়াদ উত্তীর্ণ মসলা ব্যবহার করা হচ্ছে ।  জেলাশাসক তৎক্ষণাৎ এগুলিকে ফেলে দেওয়ার নির্দেশ  দেন। পাশাপাশি ভোজনালয়ের ইনচার্জকে শোকজ করারও নির্দেশ দেন। শেষে  তিনি  টাকারজলা  সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে  অসুস্থ ছাত্র-ছাত্রীদের চিকিৎসার ব্যাপারে খোঁজখবর নেন।

কথা বলেন হাসপাতালের  চিকিৎসকের সঙ্গে ।  বিদ্যালয়ে স্বাস্থ্যকর পরিবেশে ছাত্র-ছাত্রীদের খাবার পরিবেশন এর উপর তিনি গুরুত্ব দিয়ে ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেন। ঘটনা জানাজানি হতেই উদ্বিগ্ন হয়ে পড়েন অভিভাবকরা। তারা ছুটে যান হাসপাতলে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য