Tuesday, February 11, 2025
বাড়িরাজ্য৫ বাংলাদেশী নাগরিক আটক

৫ বাংলাদেশী নাগরিক আটক

স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ২৪ জানুয়ারি : সাব্রুমের মাগ্রুম এলাকা থেকে ৫ বাংলাদেশী নাগরিককে আটক করল সাব্রুম থানার পুলিশ। সাব্রুমের মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার জানান শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন মাগ্রুম সিমান্ত এলাকা দিয়ে দুই শিশু সহ মোট ৫ বাংলাদেশী নাগরিক সিমান্ত অতিক্রম করে মাগ্রুমে এসেছে। সেই সংবাদের উপর ভিত্তি করে সাব্রুম থানার পুলিশ ও বিএসএফ যৌথ ভাবে অভিযানে নামে।

যথারীতি পুলিশ মাগ্রুম এলাকা থেকে বাংলাদেশী দুই মহিলা সহ এক পুরুষকে আটক করে। তাদের সাথে রয়েছে দুই শিশু। পরবর্তী সময় ধৃতদের সাব্রুম থানায় নিয়ে আশা হয়। ধৃতরা হল সনাতন মিশ্র দে, বয়স ৩৫, তন্নি দে, বয়স ২৫, নারায়নী দে, বয়স ৫৭। তাদের সাথে সাড়ে তিন বছর ও আড়াই বছরের দুই শিশু রয়েছে। ধৃতদের সকলের বাড়ি বাংলাদেশের রাঙ্গামাটিতে। ধৃতদের বিরুদ্ধে সাব্রুম থানায় সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। শুক্রবার ধৃতদের আদালতে সোপর্দ করে সাব্রুম থানার পুলিশ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য