স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ২৪ জানুয়ারি : আগের স্টার্টআপ মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর নতুন করে স্টার্টআপের একটি নীতি হাতে নেওয়া হয়েছে। শুক্রবার আগরতলা প্রজ্ঞা ভবনে এর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাজ্যে উদ্ভাধনী চিন্তাভাবনার অনুকূল পরিবেশ সৃষ্টি করার লক্ষ্য নিয়ে এবং অর্থনৈতিক বিকাশে উদ্দেশ্য নিয়ে এই স্টার্টআপের উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন, ২০১৯ সালে স্টার্টআপের যে নীতি চালু হয়েছিল সেটা ২০২৬ সালের শেষ হওয়ার কথা ছিল। কিন্তু ২০২৪ সালে স্টার্টআপ নীতিতে কিছু পরিবর্তন আনা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্টার্টআপ নীতি চালু করার পেছনে মূল কারণ হলো চাকরি দিয়ে বেকার সমস্যার সমাধান হবে না। বিশেষ করে দেশের মধ্যে ৬৫ শতাংশ যুবক।
তাই যুবকদের কর্মসংস্থানের মূল দিশা দেখাতে স্টার্টআপ নীতির লাঘু করেছে। যার ফলে দেশের ছেলেমেয়েরা তাদের প্রতিভা তুলে ধরতে পারবে। এই নীতি আনার ফলে রাজ্যের যুবক-যুবতীরা মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থাও করে দিতে পারবে। মুখ্যমন্ত্রী আরও বলেন, ২০৪৭ সালে বিকশিত ভারত নিয়ে যে সংকল্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গ্রহণ করেছেন, এর অন্যতম গুরুত্বপূর্ণ দিক হবে স্টার্টআপ নীতি। আগামী দিন স্টার্টআপের বাজেট বৃদ্ধি করে স্টার্টআপ হাব তৈরি করার পরিকল্পনা রয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। স্টার্টআপের নয়া নীতির সাথে যুক্ত হয়েছে বিভিন্ন দপ্তর। বিগত দিনে ২৬ টি স্টার্টআপ ছিল। নতুন করে যে স্টার্টআপ নীতি হাতে নেওয়া হয়েছে তার সাথে যুক্ত হবে রাজ্যের বহু ছেলে-মেয়ে। কর্মসংস্থানের জন্য রাজ্যের বাইরে যাতে যেতে না হয় তার জন্য এ নয়া নীতি সামনে আনা হয়েছে। এর পরিসংখ্যান ১০১ টি। নয়া স্টার্টআপের জন্য বাজেটে পঞ্চাশ কোটি টাকা রাখা হয়েছে। যারা পরিচালনা করবে তাদের প্রত্যেক গ্রুপকে কুড়ি হাজার টাকা দেওয়া হবে। মহিলাদের ১০ শতাংশ অর্থ বৃদ্ধি করে দেওয়া হবে। শারীরিকভাবে যারা দুর্বল তাদের কুঁড়ি শতাংশ অর্থ বেশি দেওয়া হবে। এই নিতির সাথে যুক্ত হবে কৃষি প্রক্রিয়াকরণ, উদ্যান পালন, তাঁত হস্তশিল্প এবং স্বাস্থ্য সেবা। আগামী দিনে রাজ্যে বেকার যুবক যুবতীদের জন্য কিভাবে যথেষ্ট কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় সেদিকে গুরুত্ব দিয়ে এই নীতি আনা হয়েছে। এতে উপকৃত হবে রাজ্যের ছেলে মেয়েরা। আয়োজিত অনুষ্ঠানে রাজ্যের তথ্য প্রযুক্তি দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, দপ্তরের সচিব কিরণ গিত্যে সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।