স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ২৪ জানুয়ারি : অল ত্রিপুরা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে শুক্রবার অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির। আগরতলা প্রেসক্লাবে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য, মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিধায়ক অভিষেক দেবরায় সহ অন্যান্যরা। উপস্থিত অতিথিরা প্রদিপ প্রজ্জলন করে রক্তদান শিবিরের উদ্বোধন করেন।
পড়ে রক্ত দান শিবিরের উদ্বোধনি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন দেশের গরীব অংশের মানুষ যেন কম মূলে ঔষধ ক্রয় করতে পারে তার জন্য জেনেরিক মেডিসিনের উপর গুরুত্ব দিয়েছেন। ত্রিপুরা রাজ্যের বিভিন্ন হাসপাতালে জেনেরিক মেডিসিনের কাউন্টার রয়েছে। সাংসদ রাজীব ভট্টাচার্য এইদিন কেমিস্ট এন্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য সদস্যাদের প্রতি আহ্বান জানান জেনেরিক মেডিসিনকে সকল অংশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করার জন্য। এইদিনের শিবিরে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা স্বেচ্ছায় উৎসাহের সাথে রক্তদান করেন।