স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ২৩ জানুয়ারি : রক্তের বিকল্প নেই। রক্তের বিকল্প শুধু যারা রক্ত দেয় তারাই। বৃহস্পতিবার রাজধানীর ধলেশ্বর স্থিত ব্লু লোটাস ক্লাব প্রাঙ্গণে আয়োজিত ধলেশ্বরী উৎসবের সূচনা করে এ কথা বলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি বলেন, রক্তদান অত্যন্ত প্রয়োজন। কারণ রাজ্যে সরকার অনুমোদিত বারোটি ব্লাড ব্যাংক রয়েছে।
দুটি বেসরকারি ব্র্যাক ব্যাংকও রয়েছে। এগুলোর মধ্যে চাহিদা এবং জোগান দুটির মধ্যে যাতে ভারসাম্য রক্ষা থাকে সেদিকে গুরুত্ব দিতে হবে। একজনের রক্ত দিয়ে চার থেকে পাঁচজন রোগীকে বাঁচানো সম্ভব হয়। এছাড়াও নিজেকে সুরক্ষিত রাখা যায়। আরো বলেন, যারা রক্তদান করেন তারা জীবনের শ্রেষ্ঠ ধর্ম এবং শ্রেষ্ঠ মানব ধর্ম পালন করে। পরে রক্তদান শিবির পরিদর্শন করেন মেয়র দীপক মজুমদার। রক্তদাতাদের শুভেচ্ছা জানান। বৃহস্পতিবার থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত চলবে এই অনুষ্ঠান। আয়োজিত অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের অন্যান্য নেতৃত্ব। এদিন রক্তদান শিবিরে রক্তদাতাদের উপস্থিতি ছিল বেশ লক্ষ্যণীয়।