স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ২৩ জানুয়ারি : রেল পথকে ব্যবহার করে নেশা সামগ্রীর আদান প্রদান অব্যাহত রেখেছে নেশাকারবারিরা। এইবার ধর্মনগর আরপিএফ-এর তল্লাশি অভিযানে উদ্ধার হয় বিপুল পরিমাণ নেশা জাতীয় কফ সিরাপ।
জানা যায় ফিরোজপুর থেকে আগরতলা যাওয়ার সময় ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস বুধবার রাতে ধর্মনগর রেল স্টেশনে দাড়ায়। সেই সময় আরপিএফ ট্রেনটিতে তল্লাশি চালায়। এই তল্লাসি অভিযানে ৬ টি ব্যাগ থেকে মোট ৫৫৭ বোতল নেশা জাতীয় কফ সিরাপ উদ্ধার হয়। তবে আরপিএফ কাউকে আটক করতে পারেনি। আরপিএফ সুনির্দিষ্ট ধারায় একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে।